ঘোষণা হয়ে গিয়েছে ভারতের টি-২০ বিশ্বকাপের দল, কী বললেন দল নিয়ে গাভাস্কর?

চোট সারিয়ে টি-২০ বিশ্বকাপে দলে জায়গা করে নেন যশপ্রীত বুমরাহ এবং হর্ষল প‍্যাটেল। আর এই দুই ক্রিকেটার দলে আসায় দল শক্তিশালী হয়েছে বলে মনে করছেন গাভাস্কর।

সোমবার আসন্ন টি২০ বিশ্বকাপের (T-20 World Cup) জন্য ১৫ দল ঘোষণা করেছে ভারতীয় দল (India)। সেই দলে জায়গা পেয়েছেন দুই উইকেটরক্ষক ঋষভ পন্থ এবং দিনেশ কার্তিক। ২০১০ টি-২০ বিশ্বকাপের পর আবারও বিশ্বমঞ্চে খেলার সুযোগ পেয়েছেন কার্তিক। কিন্তু ফিনিশার হিসেবে কি আসন্ন বিশ্বকাপে প্রথম একাদশে সুযোগ পাবেন দীনেশ কার্তিক, নাকি তারকা কিপার ঋষভ পন্থ প্রথম একাদশে জায়গা করে নেবেন? এই নিয়ে এখন উঠছে প্রশ্ন। আর এবার এই নিয়ে মুখ খুললেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সুনীল গাভাস্কর। তিনি জানিয়েছেন, তিনি দায়িত্ব পেলে কার্তিক ও পন্থকে একসঙ্গে খেলাতেন।

এই নিয়ে গাভাস্কর বলেন,” আমি ঋষভ পন্থ ও দীনেশ কার্তিককে একসঙ্গে খেলাব। পাঁচ নম্বরে, ঋষভ পন্থ, ছয়ে হার্দিক পান্ডিয়া এবং দীনেশ কার্তিককে সাতে নামাতাম। আমি হার্দিক সহ চারটি অপশন বাছতাম বোলারদের জন্য। যদি আপনি ঝুঁকি না নেন, তাহলে জিতবেন কিভাবে? আপনাকে প্রতিটা বিভাগে ঝুঁকি নিতে হবে সাফল্য পাওয়ার জন্য।”

চোট সারিয়ে টি-২০ বিশ্বকাপে দলে জায়গা করে নেন যশপ্রীত বুমরাহ এবং হর্ষল প‍্যাটেল। আর এই দুই ক্রিকেটার দলে আসায় দল শক্তিশালী হয়েছে বলে মনে করছেন গাভাস্কর। এই নিয়ে তিনি বলেন,” এটি একটি ভালো দল, ভারসাম্য রয়েছে এতে। আমাদের অনেক প্রত্যাশা রয়েছে এনাদের কাছ থেকে বিশ্বকাপ জেতার জন্য। আমার মনে হয় ভারসাম্যের জন্য ভারত বিশ্বকাপ জিততে পারে। এশিয়া কাপে যা হয়েছে সেটি একটি সতর্কবাণী। যে দলটি নির্বাচিত করা হয়েছে, আমাদের উচিত সেটিকে সমর্থন করা। যেহেতু ঘোষণা হয়ে গিয়েছে, আমাদের পূর্ণ সমর্থন দেওয়া উচিত।”

এরপাশাপাশি তিনি আরও বলেন,” এশিয়া কাপে আমাদের সমস্যা ছিল যে আমাদের সেরকম বোলার ছিল না যারা একটি লক্ষ্যকে ধরে রাখতে পারে। এখন যেহেতু যশপ্রীত বুমরাহ ও হর্ষল প্যাটেল ফিরে এসেছেন, এনারা এমন দুইজন বোলার যারা লক্ষ্য রুখতে পারে এবং যদি আপনি প্রথমে বল করেন, তাহলে শুরুতেই আক্রমণ করতে পারবেন। দলটি অনেক শক্তিশালী হয়ে উঠেছে এই দুজনের আসার কারণে।

আরও পড়ুন:‘শামি আমার দলে মাস্ট’, শামিকে নিয়ে বললেন শ্রীকান্ত