শর্তসাপেক্ষে পুজো অনুদানে অনুমতি হাই কোর্টের, একনজরে ৬ টি শর্ত

শর্তসাপেক্ষে পুজো অনুদান মামলায় রাজ্য সরকারের সিদ্ধান্তই বহাল রাখল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ৬টি শর্তে পুজো (Pujo) অনুদানে অনুমতি দিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।

একনজরে ৬ টি শর্ত-

১) কলকাতা হাই কোর্টের আগের নির্দেশ মেনেই অনুদান দিতে হবে।

২) যে পুজো কমিটি বা ক্লাব গত বছরের অনুদানের টাকা ব্যবহারের ইউটিলাইজেশন তথ্য পেশ করেছে তারাই অনুদান পাবে।

৩) পুজো অনুদানের টাকা জনগণের হিতার্থে ব্যবহারের করতে হবে।

৪) চলতি বছরের ৬ সেপ্টেম্বর রাজ্যের নির্দেশিকা অনুযায়ী উল্লেখিত ক্লাব বা পুজো কমিটিগুলিই শুধুমাত্র অনুদান পাওয়ার যোগ্য।

৫) এ বছর পুজো অনুদান ব্যবহারের শংসাপত্র ১৫ নভেম্বর মধ্যে (মহকুমাশাসক কার্যালয় এবং কলকাতার ক্ষেত্রে নির্দিষ্ট করে দেওয়া আধিকারিকের দফতরে) জমা দিতে হবে।

৬) এ বছরের পুজো অনুদান টাকা ব্যবহার সংক্রান্ত নথি ১৫ ডিসেম্বরের মধ্যে হাই কোর্টে জমা করতে হবে।