Tuesday, August 26, 2025

দল গড়েও ডিগবাজি অমরিন্দরের, সোমবারই বিজেপিতে যোগ দিচ্ছেন পাঞ্জাবের ক্যাপ্টেন

Date:

Share post:

অবশেষে সব জল্পনা সত্যি করেই বিজেপিতে (BJP) যোগদান করতে চলেছেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং (Captain Amarinder Singh)। আগামী সপ্তাহের দ্বিতীয়দিন অর্থাৎ সোমবারই গেরুয়া শিবিরে নিজের নাম লেখাতে চলেছেন অমরিন্দর। সর্বভারতীয় বিজেপি সভাপতি জে পি নাড্ডার (JP Nadda) উপস্থিতিতে বিজেপির পতাকা হাতে তুলে নেবেন তিনি। পাশাপাশি ক্যাপ্টেনের নেতৃত্বাধীন পাঞ্জাব লোক কংগ্রেসও গেরুয়া শিবিরের সঙ্গে মিশে যেতে পারে বলে বিজেপি সূত্রে খবর।

গত মার্চ মাসেই পাঞ্জাবের বিধানসভা নির্বাচনের আগেই কংগ্রেস ছেড়ে নতুন দল গঠন করেছিলেন অমরিন্দর। কিন্তু তাঁর জেদ অক্ষুণ্ণ রাখতে পারলেন না ক্যাপ্টেন। মাত্র ৬ মাস যেতে না যেতেই দল চালানোর সমস্ত স্বপ্ন নিজের হাতেই চুরমার করলেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী (Former Punjab Chief Minister)। পাঞ্জাবে গত বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগে কংগ্রেস নেতা নভজ্যোৎ সিং সিধুর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন অমরিন্দর। গত নভেম্বরের ২ তারিখ কংগ্রেস ছেড়ে নতুন দল পাঞ্জাব লোক কংগ্রেস (Punjab Lok Congress) প্রতিষ্ঠা করেন তিনি। নির্বাচনে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে লড়লেও ভারাডুবি হয় অমরিন্দরের দলের। পাতিয়ালা আসনে প্রতিদ্বন্দ্বিতা করে আপ প্রার্থী অজিত পাল সিং কোহলির কাছে হেরেও যান ৮০ বছরের প্রাক্তন মুখ্যমন্ত্রী। নিবার্চনে ভরাডুবির পরই মেরুদণ্ডের অস্ত্রোপচারের জন্য লন্ডনে যান অমরিন্দর। গত জুলাই মাসে দেশে ফিরলেও তাঁর নতুন দল পাঞ্জাব লোক কংগ্রেসের কোনও রাজনৈতিক কার্যকলাপ চোখে পড়েনি। তারপরই অমরিন্দর ও তাঁর নতুন দলের ভবিষ্যত নিয়ে শুরু হয় জল্পনা। অবশেষে সেই জল্পনাই সত্যি হতে চলেছে।

তবে বিজেপিতে বেশ কিছুটা দেরিতে যোগদান করলেও পাঞ্জাবে যথেষ্ট গুরুত্ব পেতে চলেছেন অমরিন্দর। পাঞ্জাবে সংগঠন গড়ে তুলতে বিজেপির খুব একটা অসুবিধা হবে না বলেই অনুমান বিশেষজ্ঞদের। আগেই কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন সুনীল জাখর (Sunil Jakhar)। আর তাঁর দেখানো পথেই পা বাড়ালেন ক্যাপ্টেন। প্রত্যাশামতো অমরিন্দরের দল যদি বিজেপির সঙ্গে মিশে যায়, সেক্ষেত্রে পাঞ্জাবে বিজেপির শক্তি যথেষ্ট বৃদ্ধি পাবে বলেই মত রাজনৈতিক মহলের।

আরও পড়ুন- সশরীরে আদালতে আসতেই ফের পার্থর উদ্দেশ্য “চোর চোর” স্লোগান


 

spot_img

Related articles

কেনিয়ায় ছুটির মুডে অরিন্দম, পরিচালকের লেন্সে বন্দি প্রকৃতির সৌন্দর্য

'যেন অন্য কোনও জগতে আছি। প্রকৃতির সৃষ্টির মাঝে অস্তিত্বহীন মনে হচ্ছে নিজেকে। যেন মহাবিশ্ব আশীর্বাদ করছে, সুযোগ করে...

বিজেপির ললিপপ হবেন না: নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

বিজেপির (BJP) ললিপপ হবেন না। মঙ্গলবার, পূর্ব বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে জাতীয় নির্বাচন কমিশনকে তোপ দাগলেন...

গণতান্ত্রিক দেশে কেন দেখাবেন না ডিগ্রি: নিজের ডিগ্রি তুলে চ্যালেঞ্জ সাগরিকার

কী লুকাচ্ছেন নরেন্দ্র মোদি? এক সময় তো নিজেকে চাওয়ালা, পাহারাদার কিছু বলতেই বাদ রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra...

অমানবিক রেল পুলিশ! স্ত্রীর দেহ কাঁধে তুলে স্টেশনে ঘুরছেন স্বামী

রেল পুলিশের (Rail Police) চরম অমানবিকতা। সোমবার বরাভূম স্টেশনে শান্তা কর্মকার নামে একটি মহিলার মৃত্যু হয়। এই  মৃত্যুই...