মোদির জন্মদিনে ৫৬ পদের থালি! শেষ করতে পারলে ৮ লক্ষ টাকা পুরস্কার

প্রধানমন্ত্রীর(Prime Minister) জন্মদিন বলে কথা। ফলে সেখানে এলাহী আয়োজন থাকাটাই স্বাভাবিক। সরকারি উদ্যোগে নরেন্দ্র মোদির(Narendra Modi) জন্মদিন উপলক্ষে মধ্যপ্রদেশের কোন জাতীয় উদ্যান এ ছাড়া হয়েছে ৮টি আফ্রিকা। এবার মোদি গুণমুগ্ধ সাধারণ মানুষও তার জন্মদিনে ঢালাও ব্যবস্থার উদ্যোগ নিলেন। প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপনে ৫৬ পদ বিশিষ্ট বিশেষ থালির ব্যবস্থা করল দিল্লির(Delhi) একটি রেস্তোরাঁ। মোদির ৫৬ ইঞ্চি বুকের ছাতির অংকেই এই ৫৬ পদের ব্যবস্থা। বিশেষ এই থালির নাম রাখা হয়েছে ‘৫৬ ইঞ্চি মোদিজি থালি’। যা কেউ খেয়ে শেষ করতে পারলে দেওয়া হবে বিপুল অংকে পুরস্কার।

রেস্তোরাঁর মালিক সুমিত কালরা জানিয়েছেন, কোনও যুগলের মধ্যে যে কোনও একজন যদি চল্লিশ মিনিটে এই থালি শেষ করতে পারন, তাহলে ওই যুগলকে সাড়ে আট লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে৷ রেস্তোরাঁর মালিক সুমিত কালরা বলেন, ‘আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুবই শ্রদ্ধা করি৷ তিনি আমাদের দেশের গর্ব৷ তাঁর জন্মদিনে আমরা অভিনব কিছু উপহার দিতে চেয়েছিলাম৷ সেই কারণে আমরা এই রাজকীয় থালির আয়োজন করে মোদিজির নামে রেখেছি৷ আমরা প্রধানমন্ত্রীকে এই থালি উপহার দিতে চেয়েছিলাম এবং তিনি এখানে এসে এই থালি খেলে খুবই খুশি হতাম৷ কিন্তু নিরাপত্তার কারণেই তা সম্ভব নয়৷’

অবশ্য থালি শেষ করতে না পারলেও পুরস্কার জেতার সুযোগ থাকছে৷ ১৭ থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে যাঁরা এই থালি খাবেন, তাঁদের মধ্যে ভাগ্যবান দু’ জন বিনামূল্যে কেদারনাথ ঘুরে আসতে পারবেন৷ যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রিয় জায়গা কেদারনাথ, তাই সেই জায়গাকেই বেছে নেওয়া হয়েছে৷