Wednesday, November 12, 2025

ব্রিটেনের রানির শেষকৃত্যে যোগ দিতে লন্ডনে পৌঁছলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

Date:

Share post:

প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ। ১৯ সেপ্টেম্বর সোমবার ব্রিটেনের তাঁর শেষকৃত্য। সোমবার ওয়েস্টমিনস্টার অ্যাবেতে শেষকৃত্য সম্পন্ন হবে রানির। ভারতের তরফে সেখানে যোগ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রবিবারই  তিনদিনের সফরে লন্ডন পৌঁছলেন তিনি।

আরও পড়ুন:রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগ দিতে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি

রানির শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য একাধিক রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ করা হয়েছে। এরমধ্যে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ অন্যরা। রবিবার বিকেলে বাকিংহাম প্রাসাদে রাষ্ট্রপ্রধানদের অভ্যর্থনার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন ব্রিটেনের নয়া রাজা তৃতীয় চার্লস। সেখানে থাকবেন ভারতের রাষ্ট্রপতিও। এরপর সোমবার শেষকৃত্যে যোগ দিয়ে ফিরে আসবেন ভারতে।

সোমবার শোকযাত্রার সঙ্গে ওয়েস্টমিনস্টার অ্যাবে থেকে রানির মরদেহ নিয়ে যাওয়া হবে লন্ডনের ওয়েলিংটন আর্চে।সেখান থেকে দেহ আনা হবে উইন্ডসোর দূর্গে। পরে সেন্ট জর্জ চ্যাপেলে আসবে রানির মরদেহ। সেখানেই রাষ্ট্রপ্রধানদের হাজির থাকার কথা। স্বামী ফিলিপের কবরের পাশেই শায়িত থাকবে রানির কফিনও।

প্রসঙ্গত, ৮ সেপ্টেম্বর বালমোরাল প্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রানি দ্বিতীয় এলিজাবেথ। এডিনবরায় সেন্ট জাইলস ক্যাথিড্রালে শেষবারের জন্য রানিকে বিদায় জানান হাজার হাজার মানুষ। স্কটিশ রাজধানীর পথে রানির কফিনের সঙ্গে পা মিলিয়েছিলেন তাঁর চার সন্তান-রাজা তৃতীয় চার্লস, প্রিন্সেস অ্যান, প্রিন্স অ্যান্ড্রু ও প্রিন্স এডওয়ার্ড। কফিনবন্দি রানিকে শেষবারের মত চোখের দেখা দেখতে এডিনবরার রাস্তার দু’পাশে নেমেছিল মানুষের ঢল। আপাতত লন্ডনে রাখা রয়েছে রানির কফিনবন্দি দেহ।

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...