নাম যমুনা দাস হলেও, কলকাতা ময়দান তাকে চেনে ‘লজেন্স মাসি’ বলেই। লাল-হলুদের অন্ধ সমর্থক। ঝড়-জল-বৃষ্টি যাই হোক না কেন, গড়ের মাঠে খেলা থাকলেই লজেন্সের থলি নিয়ে গ্যালারিতে হাজির হয়ে যান যমুনা দাস অরফে লজেন্স মাসি। সেই লজেন্স মাসিকেই ডুরান্ড কাপের ফাইনালের আগে বিশেষ অভ্যর্থনা জানাল বেঙ্গালুরু এফসি। এদিন এক পাঁচতারা হটেলে বিএফসি ফুটবলারদের সঙ্গে লাঞ্চ পর্ব সারলেন লজেন্স মাসি। সেই ভিডিও নিজেদের সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে বিএফসি।

ভিডিওতে দেখা যাচ্ছে, গাড়ি থেকেই নেমে সুনীল ছেত্রীকে জড়িয়ে ধরেন লজেন্স মাসি। এরপর হোটেলে নিয়ে গিয়ে ফুটবলারদের সঙ্গে পরিচয় করান সুনীল ছেত্রী। একে একে এসে লজেন্স মাসিকে জড়িয়ে ধরেন প্রবীর দাস, গুরপ্রীত সিং সিন্ধুরা। অনেকক্ষণ সময়ও কাটান। তাঁকে নিয়ে কথা বলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীলও। সুনীল, গুরপ্রীত, সন্দেশ ঝিঙ্গানদের সঙ্গে এক টেবিলে লাঞ্চও সারেন যমুনা দাস। এরপর তাঁর হাতে দলের জার্সি তুলে দেন সুনীল ও হেড কোচ সাইমন গ্রেসন।

For decades, she's the one with all the sweets at the Salt Lake. Default mother to so many footballers. Iron voice, softest heart. Jamuna 'Lozenge Maashi' Das is every bit a legend of #IndianFootball. For all the love she's given, we wanted to give back just a little ♥️ #WeAreBFC pic.twitter.com/HZYEuMYTmn
— Bengaluru FC (@bengalurufc) September 18, 2022
এই সম্মান পেয়ে আপ্লুত যমুনা দাস অরফে লজেন্স মাসি। তিনি বলেন,” এমন সম্মান, ভালবাসা এর আগে পাইনি। নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। ময়দানের সব ফুটবলার আমার ছেলে।”

আরও পড়ুন:দলে কেন উমেশ যাদব, ব্যাখ্যা দিলেন রোহিত
