Friday, December 5, 2025

তিন দশক পর কাশ্মীরে খুলল মাল্টিপ্লেক্স, প্রথম ছবি ‘লাল সিং চাড্ডা’

Date:

Share post:

অপেক্ষার অবসানে এবার কাশ্মীরে (Kashmir)সিনেমার শাপ মুক্তি। প্রায় ৩০ বছর পর খুলল মাল্টিপ্লেক্স। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা এবং শোপিয়ান জেলায় (Pulwama and Shopian districts)খুলেছে দুই মাল্টিপ্লেক্স। রবিবার এই দু’টি মাল্টিপ্লেক্সের উদ্বোধন করেন উপত্যকার লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিন্‌হা (Manoj Sinha)। প্রথম ছবি হিসেবে ‘লাল সিং চাড্ডা’ দেখান হবে বলে জানা যাচ্ছে।

কাশ্মীর বরাবরই খবরের শিরোনামে। বোমা, গ্রেনেড আর নিষিদ্ধ সংগঠনের বাড়বাড়ন্তে অস্থির কাশ্মীরে সিনেমা দেখা বন্ধ হয়েছিল অনেক আগেই। একটা সময় ছিল যখন সারা দেশের পাশাপাশি কাশ্মীরেও সিনেমা রিলিজ করত। আটের দশকে কাশ্মীরে বহু সিঙ্গল স্ক্রিন সিনেমা হলও ছিল। সেগুলোর ব্যবসাও খুব একটা খারাপ হত না। কিন্তু লাগাতার জ*ঙ্গি আক্রমণ এবং হুমকির জেরে হল মালিকরা তা বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলেন। এর আগে নয়ের দশকের শেষের দিকে কাশ্মীরে বন্ধ পড়ে থাকা সিনেমা হলগুলি চালু করতে উদ্যোগী হয়েছিল সরকার। কিন্তু ১৯৯৯ সালের সেপ্টেম্বর মাসে লাল চকের রিগাল সিনেমা হলে গ্রেনেড হামলা চালিয়ে সেই পরিকল্পনা ভেস্তে দেয় জ*ঙ্গিরা। ফলে প্রায় ৩০ বছর ধরে বড়পর্দায় ছবি দেখার আনন্দ উপভোগ করা থেকে বিরত ছিলেন। জম্মু ও কাশ্মীর ফিল্ম ডেভলপমেন্ট কাউন্সিল ভূস্বর্গে সিনেমার শ্যুটিং করায় বিশেষ উদ্যোগী হয়। কেন্দ্রীয় সরকারের মিশন যুব বিভাগ এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মাল্টিপ্লেক্স খোলা হল সেখানে। আজ মঙ্গলবার থেকেই সাধারণ মানুষের জন্য সিনেমা দেখার সুযোগ কাশ্মীরে। উপত্যকার লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিন্‌হা বলেন, কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরের জন্য দিনটি ঐতিহাসিক। পুলওয়ামা এবং শোপিয়ানে দু’টি মাল্টিপ্লেক্সে ছবি প্রদর্শনের পাশাপাশি তথ্য-বিনোদনমূলক ছবি দেখানো হবে। আগামী দিনে অনন্তনাগ, শ্রীনগর, বন্দিপোরা, গান্দেরবল, ডোডা, রাজৌরি, পুঞ্চ, কিশ্তওয়ার এবং রিয়াসিতেও মাল্টিপ্লেক্স খোলা হবে বলে সরকারি বিবৃতিতে জানানো হয়েছে।

spot_img

Related articles

আইএসএল আয়োজন নিয়ে বড় সিদ্ধান্ত ক্লাব জোটের, শুধু ব্যতিক্রমী ইস্টবেঙ্গল

দেশের শীর্ষ লিগ নিজেদের উদ্যোগে চালানোর জন্য এআইএফএফ ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রককে সম্মিলিত চিঠি পাঠাল আইএসএলের ১৩টি ক্লাব(ISL Clubs)।...

বাংলা বলায় বাংলাদেশে পুশ ব্যাক: লোকসভায় প্রসঙ্গ তুলতেই বন্ধ করা হল শতাব্দীর মাইক!

তাঁরই লোকসভা ক্ষেত্রের বাসিন্দা সোনালি খাতুন। বৈধ ভারতীয় হওয়া সত্ত্বেও বিজেপির ডবল ইঞ্জিন সরকার তাঁকে ও তাঁর পরিবারকে...

রাশিয়ার সহযোগিতায় ভারতে সবথেকে বড় পারমাণবিক প্রকল্প: ঘোষণা পুতিনের

পারমাণবিক পরীক্ষার কথা ঘোষণা করে সম্প্রতি গোটা বিশ্বকে চাপে ফেলার চেষ্টা করেছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।...

পথ দুর্ঘটনায় গুরুতর আহত বাইক আরোহী: সেবাশ্রয়-২ ক্যাম্প থেকে দ্রুত চিকিৎসা

ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhisek Banarjee) স্বপ্নের প্রকল্প সেবাশ্রয়(Sebashray) আবারও প্রমাণ করল—সাধারণ মানুষের জন্য দ্রুত ও নির্ভরযোগ্য চিকিৎসা...