Thursday, January 15, 2026

প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে রিপোর্ট পেশ সিবিআই-এর

Date:

Share post:

মুখবন্ধ খামে অবশেষে প্রাথমিক নিয়োগ দুর্নীতির (Primary recruitment scam) তদন্তের রিপোর্ট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বুধবার এই মামলায় আদালতে ২টি রিপোর্ট পেশ করেন সিবিআইয়ের (CBI)আধিকারিকরা। স্টেটাস রিপোর্ট পেশ করে সিবিআইয়ের তরফে জানান হয়েছে যে আপাতত তদন্ত সুনির্দিষ্ট পথে এগোচ্ছে । CBI রিপোর্ট দেখে কার্যত বিস্ময় প্রকাশ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)বলেই আদালত (Calcutta Highcourt)সূত্রে খবর।


প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে বারবার দুর্নীতির অভিযোগ উঠছিল। সেই তদন্তের ভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার তারই রিপোর্ট পেশ করল CBI। সেই রিপোর্ট খুলে পড়ার পর বিচারপতি গঙ্গোপাধ্যায় একে ‘অকল্পনীয় দুর্নীতি’ বলে আখ্যা দিয়েছেন এমনটাই কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থা সূত্রে খবর। এদিন আদালতে OMR শিটের ফরেন্সিক রিপোর্ট পেশ করা হয়েছে। প্রাথমিকের দ্বিতীয় নিয়োগ তালিকা সংক্রান্ত নথি পত্রের বয়স বা নথি কত দিনের পুরনো, তা সিএফএসএল রিপোর্টে (CFSL Report)স্পষ্ট করা যাচ্ছে না বলে জানায় সিবিআই। হাইকোর্ট সূত্রে খবর সিবিআই তদন্তের রিপোর্টে প্রাথমিক ভাবে সন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি। এবং আগামীতেও এই তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। এরপর আবার ৪ নভেম্বর সিবিআই-কে তদন্তের অগ্রগতি সম্পর্কিত তথ্য দিয়ে হাইকোর্টকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ২০১৬ ও ২০২০ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থেকে মেধা তালিকা নম্বর বিভাজন সহ বাকি তথ্য কীভাবে প্রকাশ করা যাবে,তা প্রাথমিক শিক্ষা পর্ষদকে শুক্রবারের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

spot_img

Related articles

SIR-এর চাপে ব্যাহত ক্লাস! লেখাপড়ার ঘাটতি মেটাতে ‘বাংলার শিক্ষা’ পোর্টালে এবার ডিজিটাল লার্নিং

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার (SIR duty impact) বাড়তি দায়িত্বে সাম্প্রতিক মাসগুলিতে বহু শিক্ষক নিয়মিত ক্লাস নিতে...

রাজ্যে নতুন ৯টি বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট স্ট্যাচিউট অনুমোদন

রাজ্যের নয়টি নতুন বিশ্ববিদ্যালয়ের ‘প্রথম বিধি’ বা ফার্স্ট স্ট্যাচিউট কার্যকর হল। রাজ্যপাল তথা আচার্য ড. সি ভি আনন্দ...

আমেদাবাদ এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় প্রয়াত ক্যাপ্টেনের আত্মীয়কে তলব

গত বছরের জুন মাসের আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-171 দুর্ঘটনার তদন্ত নিয়ে ফের দ্বন্দ্ব। সেদিনের দুর্ঘটনার তদন্তের কারণে...

সেবাশ্রয়ে মাথাটা দেখিয়ে যান: নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দুকে মোক্ষম খোঁচা অভিষেকের

ওষুধ খেতে হবে না। নন্দীগ্রামে সেবাশ্রয়ে এসে মাথাটা দেখিয়ে যান। নন্দীগ্রামে সেবাশ্রয় নিয়ে বিজেপি (BJP) বিধায়ক শুভেন্দু অধিকারীকে...