Friday, November 14, 2025

মোদি জমানায় টাকার পতনের নয়া রেকর্ড! ডলারের দাম ছাড়িয়ে গেল ৮১ টাকা

Date:

Share post:

মোদি জমানায় নয়া রেকর্ড গড়লো টাকার দাম। যদিও এ রেকর্ড গর্বের নয় লজ্জার। নিত্য প্রয়োজনীয় জিনিসের ভয়াবহ মূল্য বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে শুক্রবার ৮১ টাকা ছাড়িয়ে গেল এক ডলারের মূল্য। এদিন বাজার খোলার পরপরই মার্কিন ডলারের মূল্য গিয়ে দাঁড়ায় ৮১ টাকা ৯ পয়সা। অর্থাৎ বৃহস্পতিবার এর তুলনায় এদিন ২৫ পয়সা কমে গিয়েছে টাকার মূল্য। উল্লেখ্য, বৃহস্পতিবার বাজার বন্ধের সময়ে এক মার্কিন ডলারের নিরিখে টাকার মূল্য ছিল ৮০ টাকা ৮৬ পয়সা।

অবশ্য বৃহস্পতিবারই পরিস্থিতি যে পথে এগিয়েছিল তাতে অনুমান করা হচ্ছিল টাকার দাম আরো নিচে নামবে। ঐদিন ৭৯ টাকার আশেপাশে মার্কিন ডলারের দাম থাকলেও শেষ বেলায় তা চড়চড়িয়ে বাড়তে থাকে। পার হয়ে যায় ৮০ টাকা। শুক্রবার বাজার খোলার পর প্রত্যাশা মতই তা ৮১ টাকা পেরিয়ে গেল। যা দেশে ইতিহাসের সর্বকালীন রেকর্ড। স্বাভাবিকভাবেই টাকার দামের এমন ভয়াবহ পতনে ধাক্কা খেয়েছে দেশের শেয়ার বাজারও। বাজার খোলার পর এদিন সকালেই সেনসেক্স প্রায় ৭০০ পয়েন্ট নিচে নামে। একই রকম ভাবে ২০০ পয়েন্টের বেশি পড়ে গিয়েছে নিফটি।

অন্যদিকে, পাল্লা দিয়ে বেড়েছে মার্কিন ডলারের দাম। তীব্র বিরোধিতা সত্বেও সেদেশে ঋণের উপরে সুদের হার বাড়িয়ে চলেছে ফেডেরাল ব্যাংক। সব মিলিয়ে বিশ্ব বাজারে লাভবান হচ্ছে আমেরিকা। প্রতিবারের মতোই ভারতীয় টাকার দামের পতনের ফলে আঙুল উঠছে রিজার্ভ ব্যাঙ্কের দিকে। রেপো রেট বাড়ানোর ফলেও উন্নতি হচ্ছে না ভারতীয় টাকার বেহাল দশার। বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েকদিনে আরও কমে যাবে টাকার দাম।

spot_img

Related articles

মধ্যপ্রদেশে গতির বলি ৫, এক্সপ্রেসওয়ে থেকে সোজা গাড়ি নদীতে!

মধ্যপ্রদেশের রতলামে বেপরোয়া গতির বলি ৫। দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে গুজরাট যাওয়ার পথে শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে। এক্সপ্রেসওয়ের (expressway) রেলিং...

লাল বলেও ভালোবাসা, বঞ্চনার মধ্যেই টেস্টের মরা গাঙে ইডেনে জোয়ার

বর্তমানে আইপিএল-টি২০ ক্রিকেটের দাপটে উপমহাদেশে ক্রমশ কোণঠাসা টেস্ট ক্রিকেট।কিন্তু কলকাতা বুঝিয়ে দিল ক্রিকেটের সাবেকিয়ানা এখনও বিলুপ্ত হয়ে যায়নি।...

ডাক্তারি পড়তে এসে তালিবানি শাসনে! আল ফালায় এভাবেই পড়াত জঙ্গি উমর

অনেক আশা নিয়ে হরিয়ানার আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস পড়তে এসে হতাশ পড়ুয়ারা। একদিকে পড়াশোনার মান নিয়ে প্রশ্ন উঠেছে। তার...

কোন মন্ত্রে বোলিংয়ে দাপট? ‘ফাইভস্টার’ বুমরাহের উত্তর অনুপ্রাণিত করবে আপনাকেও

অস্ট্রেলিয়া সফরের পর থেকেই জসপ্রীত বুমরাহের (Jaspreet Bumrah )ওয়ার্কলোড নিয়ে অনেক কথা হতে শুরু করে।ইংল্যান্ড সফরে সব ম্যাচ...