Thursday, August 28, 2025

থাকার জায়গা পাচ্ছেন না মিঠুন, পুজো উদ্বোধন নিয়ে অনিশ্চয়তা

Date:

Share post:

পুজোর শুরুতেই ধাক্কা খেলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। এবার জেলায় জেলায় সাংগঠনিক কাজে এবং বিজেপি প্রভাবিত বেশ কয়েকটি পুজোর উদ্বোধন করার কথা আছে মিঠুনের। কিন্তু তাঁর সেই পুজো সফরের শুরুতেই বিতর্ক। জেলায় তাঁর থাকার জায়গা নেই। সার্কিট হাউসে থাকার অনুমতি যেমন মেলেনি, একইভাবে কোনও হোটেল মালিক মিঠুনকে থাকতে দিতে নারাজ।

উত্তরবঙ্গে একাধিক জেলায় এবার পুজোর কর্মসূচি রয়েছে মিঠুন চক্রবর্তীর। প্রাক পুজো সম্মিলনিতে যোগ দিতে কলকাতা এসেছেন তিনি। পাশাপাশি বিজয়া সম্মিলনিতেও তিনি যোগ দেবেন বলে জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দক্ষিণ দিনাজপুরে সাংগঠনিক কাজে এবং একটি পূজা মন্ডপের পূজা উদ্বোধনের উদ্দেশ্যে আগামীকাল রবিবার, মহালয়ার দিন মিঠুনের এই কর্মসূচি। কিন্তু প্রশাসনের তরফে সার্কিট হাউসে তাঁর থাকার অনুমতি দেওয়া হয়নি। এমনকি জেলার কোনও হোটেলও মিঠুন চক্রবর্তীর জন্য ঘর দিতে চায়নি বলে জানিয়েছে বিভিন্ন হোটেল কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত বাধ্য হয়ে বিজেপি নেতৃত্ব মালদার গোল্ডেন পার্ক হোটেলে তাঁর থাকার ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে।

বালুরঘাট পাওয়ার হাউস সংলগ্ন এলাকার নিউটাউন পল্লী পাঠাগারে দুর্গাপূজার উদ্বোধন করার কথা মিঠুন চক্রবর্তীর। এই কর্মসূচিকে কেন্দ্র করে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতিই শুরু করে দিয়েছিলেন পুজো উদ্যোক্তারা। কিন্তু শেষ মুহূর্তে সার্কিট হাউস-সহ জেলার কোনও হোটেল মিঠুন চক্রবর্তীর থাকার জন্য ঘর বুকিং না দেওয়ায় হতাশ পূজা উদ্যোক্তারা। তবে যেকোনও মূল্যে মিঠুন চক্রবর্তীকে দিয়ে বালুরঘাটের এই পূজার উদ্বোধন করানো হবে, এমনটাই জানাচ্ছেন পুজো
উদ্যোক্তারা। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও জানিয়েছেন মিঠুন চক্রবর্তীকে দিয়েই পূজোর উদ্বোধন করা হবে। তাঁর থাকার ব্যবস্থাও করা হচ্ছে।

অন্যদিকে, তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ মিঠুন চক্রবর্তীকে কটাক্ষ করে বলেন, “বাংলার মানুষ অভিনেতা মিঠুন চক্রবর্তীকে গোলাপ, মালা দিয়ে বরণ করবেন। কিন্তু রাজনীতিতে তাঁর মতো একজন সুবিধাবাদী বেইমানের সঙ্গে এ রাজ্যের মানুষ নেই। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বোন বলে পিছন থেকে ছুরি মেরেছেন। যে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে রাজ্যসভায় পাঠিয়ে ছিল।”

spot_img

Related articles

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...