কোন্নগরের নবগ্রামে পুজোর চমক মায়াপুরের ইস্কন মন্দির

সুমন করাতি, হুগলি: এই বছর কোন্নগর (Konnagar) নবগ্রাম দামোদর সংঘের ৪১তম দুর্গাপুজোর থিম মায়াপুরের ইস্কনের মন্দির (Iscon Temple)। পুজো উদ্যোক্তারা জানান গত দুমাস ধরে দিন রাত কাজ করছেন মেদিনীপুরের শিল্পীরা। সুতো, দড়ি, প্লাই, রিবন দিয়ে মণ্ডপ সজ্জার কাজ চলছে। প্ল্যাইউড দিয়ে তৈরি হচ্ছে ইসকন মন্দিরের বাইরের কাঠামো। দুর্গাপুজোর দিনগুলিতে মায়াপুরের ইস্কনের সদস্যদের নিয়ে লাইভ অনুষ্ঠান আয়োজন করা হবে।

ভিড় সামলাতে ভলান্টিয়ার ও পুলিশ প্রশাসনের সাহায্য নেওয়া হয়েছে। ইতিমধ্যেই চন্দননগর পুলিশ কমিশনারেটের সি পি-সহ উচ্চপদস্থ কর্তারা মণ্ডপ চত্বর পরিদর্শন করেছেন।

গত দু’বছর করোনার জেরে সেভাবে দুর্গাপুজো হয়নি। এবার পরিস্থিতি অনেকটাই ভালো। তাই দর্শকের ঢল নামবে বলে আশা উদ্যোক্তাদের। স্বেচ্ছা সেবক থেকে পুলিশি ব্যবস্থা আঁটোসাটো করা হচ্ছে বলে জানাচ্ছেন পুজো উদ্যোক্তারা।

Previous articleথাকার জায়গা পাচ্ছেন না মিঠুন, পুজো উদ্বোধন নিয়ে অনিশ্চয়তা
Next articleকালিম্পং থেকে ধৃত ‘পাক চর’, বাংলাদেশ সীমান্তে উদ্ধার মোবাইল ও নগদ