Sunday, August 24, 2025

ভিয়েতনামের কাছে ৩-০ গোলে হার ভারতের

Date:

Share post:

সিঙ্গাপুরের কাছে কোনওক্রমে হার বাঁচানোর পর ভিয়েতনামের বিরুদ্ধে ০-৩ গোলে হারল ভারত। নিজেদের মাঠে দর্শক সমর্থন নিয়েই মাঠে নেমেছিল ভারতের থেকে ফিফা র‍্যাঙ্কিংয়ে মাত্র সাত ধাপ এগিয়ে থাকা ভিয়েতনাম। ঘরের মাঠে তারাই ছিল ফেভারিট। কিন্তু ইগর স্টিমাচের দল কোনও ভাবেই তাদের বিরুদ্ধে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেনি।

শুরুর পাঁচ মিনিটের মধ্যে সুনীল ছেত্রী, অনিরুদ্ধ থাপারা ভিয়েতনাম গোলমুখে চাপ তৈরি করলেও বিপক্ষ রক্ষণ ভাঙতে পারেননি। এশিয়ান কাপের আগে টুর্নামেন্টে ভারতের পারফরম্যান্স নিয়ে উঠছে প্রশ্ন। ভাল প্রস্তুতি এবং আরও ফ্রেন্ডলি ম্যাচ খেলার জোরালো দাবিও উঠে পড়ল এদিন।

ম্যাচের ৪৩ মিনিটে প্রতিআক্রমণে সুনীল ছেত্রীর হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এছাড়া গোটা ম্যাচে ভারতীয়রা সেভাবে দাগ কাটতে পারেনি। কার্যত বিনা প্রস্তুতিতে জোড়া ফ্রেন্ডলি খেলতে গিয়ে হতাশ করল স্টিমাচের ভারত। দু’টি ম্যাচই জিতে ত্রিদেশীয় হাং থিন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল ভিয়েতনাম। প্রতিযোগিতার পুরস্কার অর্থ হিসেবে চ্যাম্পিয়ন হয়ে ৩০ হাজার ডলার পেল তারা। ভিসা ইস্যুতে দেরিতে দলের সঙ্গে যোগ দেওয়া দুই ফুটবলার সন্দেশ ঝিঙ্গান এবং চিঙ্গলেনসানা সিং এদিন খেলেন। কিন্তু তাতেও ভারতীয় দলের খেলায় উন্নতি চোখে পড়েনি।

খেলা শুরুর প্রথম সাত-আট মিনিট প্রাধান্য নিয়ে খেলার চেষ্টা করেছিল ভারত। এর পর খেলার নিয়ন্ত্রণ পুরোপুরি চলে আসে ভিয়েতনামের অনুকূলে। একের পর এক আক্রমণে ভারতীয় রক্ষণে চাপ বাড়ান ভিয়েতনামের ফুটবলাররা। ১০ মিনিটে ভ্যান ডাচের গোলে এগিয়ে যায় ভিয়েতনাম। বিরতির পর ৪৯ মিনিটে ব্যবধান বাড়ান ভ্যান টোয়ান। ৭০ মিনিটে ভিয়েতনামের হয়ে তৃতীয় গোলটি করেন ভ্যান কোয়েত।

আরও পড়ুন:এরিয়ানের বিরুদ্ধে জয় লক্ষ‍্য লাল-হলুদের

spot_img

Related articles

ধূমকেতুর প্রশংসায় পঞ্চমুখ: পরিচালক কৌশিকের মুনশিয়ানা সৃজিতের মুখে

একের পর এক যেভাবে বাংলা চলচ্চিত্রের সব রেকর্ড ভেঙে দিয়ে এগিয়ে চলেছে 'ধূমকেতু', তাতে একটা সাস্কেস পার্টি তো...

বিচ্ছেদের ইতি! গণেশ চতুর্থীতে সস্ত্রীক দেখা দিতে পারেন গোবিন্দা

গোবিন্দা এবং সুনীতা আহুজার (Govinda & Sunita Ahuja)বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা তুঙ্গে। শুক্রবার জানা গিয়েছিল, সুনীতা নাকি বান্দ্রা আদালতে...

যা চাই তাই দেয়, টাকা পেলে দুর্বল স্বামী হতে আপত্তি নেই যিশুর!

বলিউডে ফের 'ট্রায়াল' দিতে তৈরি অভিনেতা যিশু সেনগুপ্ত (Jishu U Sengupta)। তাঁর বিচরণ এখন আর শুধু টলিপাড়ায় আটকে...

লুটের অস্ত্রে ছিনতাই, ডাকাতি! ভোটের আগে বাংলাদেশে অরাজকতা ঠেকাতে ব্যর্থ

এক বছর আগে সরকারের পালা বদলের সময়ে গোটা বাংলাদেশ জুড়ে ন্যায়ের শাসক কার্যত উড়ে গিয়েছিল। সেই সুযোগে চট্টগ্রামের...