Sunday, November 9, 2025

‘দুয়ারে রেশন’ নিষেধাজ্ঞা, জনতার আদালতে যাব : কুণাল

Date:

Share post:

‘দুয়ারে রেশন’ প্রকল্প অবৈধ। কারণ, এটি ২০১৩ জাতীয় সুরক্ষা আইনের পরিপন্থী বলে রায় দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। বুধবার, বিচারপতি চিত্তরঞ্জন দাশ এবং বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চের মতে, এই আইনে এই প্রকল্পের কোনও গ্রহণযোগ্যতা নেই। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট (Supreme Court) যাওয়ার প্রস্তুতি নিচ্ছে রাজ্য।
এ প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, রাজ্য সরকার তার বক্তব্য উচ্চ আদালতে জানাবেন। কিন্তু আমরা সরাসরি জনতার আদালতে যাব। মানুষ উপকার পাচ্ছিলেন। যেটা কেউ ভাবেনি সেটা মুখ্যমন্ত্রী ভেবেছেন। শুধু তাই নয় আরও একাধিক রাজ্য এই মডেলকে অনুসরণ করছিল।
দুয়ারে রেশন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের সুবিধার জন্য এই প্রকল্পটি চালু করেন। রেশন যাতে একেবারে বাড়িতে পৌঁছে যায়, বয়স্ক মানুষ, অসুস্থ মানুষরা যাতে রেশনের সুবিধা সহজেই পান সেই কারণেই এই ব্যবস্থা। বিপুল অঙ্কের মানুষ এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। কিন্তু ডিলারদের একটি অংশ তারা আদালতে গিয়েছেন।
কলকাতা হাইকোর্ট বলেছে যে এই দুয়ারে রেশন প্রকল্প করা যাবে না।তিনি বলেন, রাজ্য সরকার তো রেশনটা নিয়ে যাচ্ছিলেন মানুষের কাছে, পরিবারের কাছে। রেশন আনতে ডিলারের কাছে যাওয়া আর রেশন বাড়ি পৌঁছে যাওয়া, দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। সেটাই এই সরকার করছিল। কলকাতা হাইকোর্ট যে আইনের পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করেছেন তা নিয়ে আমাদের কোনও বক্তব্য নেই, ওটা আইনের বিষয়।
কুণালের সাফ কথা, সাধারণ মানুষ যারা পরিষেবা পাচ্ছিলেন তারা দেখবেন যে তাদের পরিষেবাটা কেন বন্ধ হচ্ছে। বিরোধী দল কিভাবে চক্রান্ত করছে। বিরোধীদল গুলি পৈশাচিক আনন্দে মেতে উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন রেশন বাড়িতে পৌঁছে দিতে, আর বন্ধ হয়ে যাওয়ায় পৈশাচিক আনন্দে মেতেছে বিরোধী দলগুলি বলে অভিযোগ করেন তৃণমূল মুখপাত্র।

spot_img

Related articles

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...