Tuesday, November 11, 2025

১০০০ বছরের পুরনো ২৬ মন্দির ১৫০০০ বছরের গুহা, প্রত্নতত্ত্বের ‘রত্ন ভান্ডার’ পেল ASI

Date:

Share post:

মধ্যপ্রদেশের উমুরিয়া জেলার বান্ধবগড়ের জঙ্গলে জাতীয় পত্নতত্ত্ব বিভাগ কার্যত রত্ন ভান্ডারের খোঁজ পেল। জঙ্গলের গহীনে দুই থেকে পঞ্চম শতাব্দীর ২৬ গুহায় সহ ২৬ প্রাচীন মন্দিরের খোঁজ পেল পত্নতত্ত্ব বিভাগ। যে মন্দিরে ভগবান বিষ্ণুর শয়ন মুদ্রার বিগ্রহ ও বিশাল বিশাল বরাহ প্রতিমা পাওয়া গিয়েছে। প্রাচীন এই মূর্তি ও মন্দিরের অনুসন্ধান যে প্রত্নতত্ত্ব বিভাগের এক বিরাট বড় সাফল্য তা বলার অপেক্ষা রাখে না। অনুসন্ধান পর্ব আগামী দিনেও জারি থাকবে বলে জানানো হয়েছে সংশ্লিষ্ট বিভাগের তরফ।

ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান শিবাকান্ত বাজপেয়ী এদিন সংবাদমাধ্যমকে বলেন, বান্ধবগড় ব্যাঘ্র প্রকল্পের ১১০০ স্কোয়ার কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই অঞ্চলের মাত্র একটি অংশে মাত্র ১৭০ কিলোমিটার অঞ্চলে অনুসন্ধান চালানো হয়েছে। সেখানে যে গুহাগুলি পাওয়া গিয়েছে তা মনুষ্যসৃষ্ট। এই গুহায় বৌদ্ধ ধর্মের সঙ্গে যুক্ত বহু তথ্য প্রকাশ্যে এসেছে। এখনো বেশিরভাগ অংশে খোঁজ চালানো বাকি। যদিও ব্যাঘ্র প্রকল্পের এই এলাকায় অনুসন্ধান চালানো একেবারেই সহজ বিষয় নয়। বনদপ্তরের অনুমতি নিয়েই এই অনুসন্ধান চালানো হয়।

জানা গিয়েছে, এই ২৬টি মন্দিরই কালচুরির সময় অর্থাৎ ৯ থেকে ১১ শতকের বৌদ্ধ যুগের মন্দির। দুটি বৌদ্ধ বিহার, দুটি স্তূপ, ২৪টি ব্রাহ্মী লিপি, ৪৬টি মূর্তি এবং দ্বিতীয় শতক থেকে ১৫শ শতকের ১৯টি জলীয় কাঠামো পাওয়া গেছে। যে ৪৬টি মূর্তি পাওয়া গেছে তার মধ্যে সবচেয়ে বড় মূর্তি বরাহের। এই গুহাগুলিতে বৌদ্ধধর্ম সম্পর্কিত অনেক রোমাঞ্চকর তথ্য সামনে এসেছে। প্রত্নতত্ত্ব বিভাগের অনুমান, এই সমস্ত মূর্তি এবং মন্দির রাজা ভীম সেন, মহারাজ পোতাশ্রী, মহারাজ ভট্ট দেবের সময়কালে নির্মিত।

শুধু তাই নয়, এখান থেকে একটি বরাহ মূর্তি পাওয়া গিয়েছে, যেটি ৬.৪ মিটার লম্বা, ৫.৩ মিটার উঁচু এবং ২.৭৭ মিটার চওড়া। এখনও পর্যন্ত পাওয়া বরাহের সমস্ত মূর্তি থেকে এটি বহুগুণ বড়। এর সাথে, বান্ধবগড়ে পাওয়া দুটি নতুন মন্দিরের খোঁজ এখানকার মন্দিরগুলির স্থাপত্যের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আবিষ্কার। এখানে অবস্থিত মন্দির এবং মঠগুলি বান্ধবগড়ে মত্তমায়ুর সম্প্রদায়ের অস্তিত্বের প্রমাণ দেয়।

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...