Thursday, August 28, 2025

বিবাহবিচ্ছেদের আগে স্বামীর ঘর ছাড়লে পরে অধিকার দাবি করা যাবে না: সিদ্ধান্ত বম্বে হাইকোর্টের

Date:

Share post:

কোনও মহিলা বিবাহবিচ্ছেদের আগে তাঁর স্বামীর ঘর ছেড়ে চলে গেলে পরবর্তীকালে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট, ২০০৫ (Domestic Violence Act) অনুযায়ী নারীর সুরক্ষার অধীনে সেখানে বসবাসের অধিকার চাইতে পারেন না। এমনকি বিবাহবিচ্ছেদের ডিক্রির বিরুদ্ধে তাঁর আবেদন যদি মুলতুবি থাকে তাহলেও ওই মহিলা কোনওরকম অধিকার দাবি করতে পারেন না। শুক্রবার বিবাহবিচ্ছেদ সংক্রান্ত একটি মামলায় এমনই রায় দিল বম্বে হাইকোর্টের (Bombay High Court) ঔরঙ্গাবাদ বেঞ্চ।

মহারাষ্ট্রের এক মহিলা বিবাহ বিচ্ছেদের (Divorce) পর প্রাক্তন স্বামীর ঘরে বসবাসের অধিকার চেয়ে আদালতের দ্বারস্থ হন। দায়ের করেন মামলা। সেই মামলায় নিম্ন আদালত ওই মহিলাকে তাঁর প্রাক্তন স্বামীর বাড়িতে বসবাসের অনুমতি দিয়েছিল। এরপর নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেন মহিলার স্বামী। আইনজীবী হাইকোর্টের বিচারপতি সন্দীপকুমার মোরের সিঙ্গেল বেঞ্চে জানান, বিবাহ বিচ্ছেদের আগেই ওই মহিলা স্বামীর ঘর ছেড়ে চলে গিয়েছিলেন। তাই তিনি সেখানে বসবাসের অধিকার দাবি করতে পারেন না। তবে ওই মহিলা পরে গার্হস্থ্য হিংসা আইনের আওতায় ম্যাজিস্ট্রেট কোর্টে (Magistrate Court) মামলা দায়ের করেন। পরে আদালত তাঁর আবেদন মেনে স্বামীকে খোরপোশ-সহ বাড়ি ভাড়া দিতে নির্দেশ দেয়। মহিলাকে স্বামীর বাড়িতে থাকার অধিকারও দেয়। কিন্তু এরপরই বাধে বিপত্তি। রায়ের বিরুদ্ধে পাল্টা হাইকোর্টে যান স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা।

বিচারপতি সন্দীপ কুমার মোরে জানান, ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের ১৭ ধারা অনুযায়ী, মহিলার স্বামীর ঘরে বসবাসের অধিকারের অধিকার রয়েছে ঠিকই, তবে ওই মহিলা যেহেতু বিবাহ বিচ্ছেদের আগে ঘর ছেড়ে দিয়েছিলেন তাই তিনি সেই সুযোগ পাবেন না। হাইকোর্ট আরও উল্লেখ্য করেছে, ওই মহিলা প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন যে তাঁকে বিবাহ বিচ্ছেদের আগে শ্বশুড়বাড়ি ছাড়তে বাধ্য করা হয়েছিল। এই বলে নিম্ন আদালতের রায় খারিজ করে দেয় হাইকোর্ট।

spot_img

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...