সপ্তমীর সন্ধ্যায় কলকাতার রাসবিহারী অ্যাভিনিউয়ের প্রতাপাদিত্য রোডে বামেদের (CPIM) প্রগতিশীল সাহিত্য নামে একটি বই বিপণিতে (Book Stall) হামলা এবং ভাঙচুর চলে । মারধর করা হয় সেই স্টলে থাকা দুজনকে। মূলত ওই স্টলে ‘চোর ধরো জেলে ভরো’ পোস্টার থাকায় তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতিদের তরফ থেকে হামলা চালানো হয় বলে অভিযোগ তোলে সিপিএম। এরই প্রতিবাদে অষ্টমীর সন্ধ্যায় একই জায়গায় প্রতিবাদ জানায় বামেরা। সেই প্রতিবাদে সামিল হন বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে কমলেশ্বর মুখোপাধ্যায়েরাও।

পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় পুলিশ আটক করে পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ অন্যান্য সিপিএমের নেতাদের। এই নিয়ে বর্তমানে নেটমাধ্যম একেবারে অগ্নিগর্ভ হয়ে ওঠে। বইকে কেন এত ভয় এই প্রশ্নই তুলেছেন সকলে।

এই প্রসঙ্গে এবার মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghoh)। তাঁর কথায়, বই নিয়ে কোনওরকম মতবিরোধ হয়নি বরং সমস্যা পুজোর ভিড়ে রাজনৈতিক প্ররোচনার প্রচারকে কেন্দ্র করে। সিপিএম পায়ে পা দিয়ে ঝগড়ার তালে। বই পড়া না পড়া নিয়ে কোন সমস্যাই তৈরি হয়নি বলে দাবি তাঁর।

বই নিয়ে মতবিরোধ কেন হবে? পুজোর ভিড়ে রাজনৈতিক প্ররোচনার প্রচার নিয়ে সমস্যা। @AITCofficial এরও স্টল আছে। দৈনন্দিন রাজনীতি বাদ। CPM পায়ে পা দিয়ে ঝগড়ার তালে। পুজো মানে না, তা পুজোর দিন স্টল কেন? ওরা রবিবার করে স্টল করুক। বই পড়া, না পড়া নিয়ে কোনও ইস্যু হয়নি। নাটক করল ওরা।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) October 4, 2022
আরও পড়ুন:পুজোর মধ্যেই বড় উপহার পেল দুবাইবাসী! মহানবমীর পুণ্য তিথিতে খুলছে প্রথম হিন্দু মন্দির
