Tuesday, August 26, 2025

আজ রেড রোডের বর্ণাঢ্য বিসর্জনের কার্নিভাল নিয়ে উন্মাদনা তুঙ্গে

Date:

Share post:

আজ রেড রোডে বর্ণাঢ্য বিসর্জনের (Durga Puja 2022) কার্নিভাল। কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ মর্যাদা পাওয়ার পরে এবারের কার্নিভালের বাড়তি গুরুত্ব। কার্নিভালে অংশ নেবে ১০২টি পুজো কমিটি। চূড়ান্ত প্রস্তুতি শেষ। গত ২ বছর অতিমারির কারণে বন্ধ থাকার পরে এবছর ফের রেড রোডে দেখা যাবে কার্নিভাল (Carnival)। পাশাপাশি, দুটো মঞ্চ করা হয়েছে। একটিতে বসবেন মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা। পাশের মঞ্চটিতে রাজ্যপাল ও হাইকোর্টের বিচারপতিরা। মূল মঞ্চের উল্টোদিকে আমন্ত্রিত অতিথিদের বসার জায়গা।

সূচি অনুযায়ী, আজ বিকেল চারটেয় শুরু হবে কার্নিভাল।
• পুলিশের ডেয়ার ডেভিল বাহিনীর স্টান্ট দিয়ে শুরু হবে এবারের কার্নিভাল।
• উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
• এরপরই থাকছে ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের গ্রুপ ‘দীক্ষা মঞ্জরী’র নাচের অনুষ্ঠান। অসুস্থ ডোনা। শুক্রবার, মহড়ায় উপস্থিত থাকলেও আজ অনুষ্ঠানে অংশ নেবেন না।
• বিশ্ববাংলা শারদ সম্মানে সম্মানিত দুর্গাপুজোগুলি ছাড়াও আরও বেশ কিছু পুজো কমিটি এই কার্নিভালে থাকছে।
• এখনও পর্যন্ত ১০২টি পুজো কমিটিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
• প্রতিটি পুজো কমিটির জন্য ৩ মিনিট করে সাংস্কৃতিক অনুষ্ঠান করার সময় দেওয়া হয়েছে। যে যার নিজস্ব থিমের ওপর অনুষ্ঠান করবে।

• কার্নিভালে পুজো কমিটি পিছু ঢাকি, শিল্পী-সহ ৫০ জনের বেশি প্রতিনিধি থাকতে পারবেন না।
• কার্নিভালের জন্য পুজো কমিটি পিছু ৩টি করে ট্রেলার দেওয়া হয়েছে। যারা বেশি ট্রেলার আনছেন তাদের প্রশাসনের অনুমতি নিতে হয়েছে।
• কোনওরকম বাজি ফাটানো যাবে না।
এক নজরে দেখে নিন
কোন পথে যাবে কার্নিভালের ট্যাবলো-

• ১৬ ফুটের বেশি উচ্চতা সম্পন্ন প্রতিমার গাড়িগুলি কেপি রোড ও হসপিটল রোড হয়ে, লাভার্স লেন দিয়ে বেরোবে।
• ১৬ ফুটের কম উচ্চতার প্রতিমার গাড়িগুলি হেস্টিংস হয়ে কেপি রোড ধরবে।

শুক্রবার, দফায় দফায় পুলিশ-প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা রেড রোড পরিদর্শন করেন।

 

spot_img

Related articles

কেনিয়ায় ছুটির মুডে অরিন্দম, পরিচালকের লেন্সে বন্দি প্রকৃতির সৌন্দর্য

'যেন অন্য কোনও জগতে আছি। প্রকৃতির সৃষ্টির মাঝে অস্তিত্বহীন মনে হচ্ছে নিজেকে। যেন মহাবিশ্ব আশীর্বাদ করছে, সুযোগ করে...

বিজেপির ললিপপ হবেন না: নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

বিজেপির (BJP) ললিপপ হবেন না। মঙ্গলবার, পূর্ব বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে জাতীয় নির্বাচন কমিশনকে তোপ দাগলেন...

গণতান্ত্রিক দেশে কেন দেখাবেন না ডিগ্রি: নিজের ডিগ্রি তুলে চ্যালেঞ্জ সাগরিকার

কী লুকাচ্ছেন নরেন্দ্র মোদি? এক সময় তো নিজেকে চাওয়ালা, পাহারাদার কিছু বলতেই বাদ রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra...

অমানবিক রেল পুলিশ! স্ত্রীর দেহ কাঁধে তুলে স্টেশনে ঘুরছেন স্বামী

রেল পুলিশের (Rail Police) চরম অমানবিকতা। সোমবার বরাভূম স্টেশনে শান্তা কর্মকার নামে একটি মহিলার মৃত্যু হয়। এই  মৃত্যুই...