এবার আইআইটি, আইআইএমে ইংরেজির তুলে হিন্দির সুপারিশ, বিরোধিতায় তৃণমূল

সুপারিশ পাওয়ার পরই অমিত শাহের মন্ত্রক এই রিপোর্ট আগেভাগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠিয়ে দিয়েছে

0
4

সরকারি কাজকর্মের পাশাপাশি এবার আইআইটি, আইআইএমের মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও হিন্দি বাধ্যতামূলক করার প্রস্তাব। কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয়, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, এইমস, আইআইটি, আইআইএমের মতো শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে হিন্দি বাধ্যতামূলক করে ইংরেজি ঐচ্ছিক করার সুপারিশ করা হয়েছে। সরকারি ভাষা সংক্রান্ত সংসদীয় কমিটি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে এই সুপারিশ পাঠিয়েছে।

এমন সুপারিশ পাওয়ার পরই অমিত শাহের মন্ত্রক এই রিপোর্ট আগেভাগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠিয়ে দিয়েছে। স্বরাষ্ট্র দফতরের এমন এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস।

এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্যসভার মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায় বলেন, হিন্দি সাম্রাজ্যবাদকে দেশজুড়ে ছড়িয়ে দিতে চাইছে বিজেপি। শিক্ষাক্ষেতেও ছাড় নেই। এমন সিদ্ধান্তে ভারতের অস্তিত্বই বিপন্ন হবে। পশ্চিমবঙ্গ, ওড়িশা, তেলেঙ্গানা, তামিলনাড়ুর মতো অ-হিন্দিভাষী রাজ্যগুলিতে বিজেপি রাজনৈতিকভাবে সুবিধা করতে পারছে না। সেই কারণে বিজেপির অঙ্ক হচ্ছে, ওই রাজ্যগুলিতে হিন্দি ভাষার আধিপত্য বিস্তার করিয়ে রাজনৈতিক ফায়দা তোলা। এই কারণে বিভিন্ন সর্বভারতীয় পরীক্ষাগুলি থেকে স্কুল পাঠ্যক্রমে হিন্দিকে চালু করছে।