Wednesday, November 12, 2025

ফেসবুকে বিপর্যয়! রাতারাতি ফলোয়ারের সংখ্যায় ধস খোদ জুকারবার্গের, চিন্তার ছায়া সব মহলেই

Date:

Share post:

সোশ্যাল মিডিয়ায় (Social Media) বড় বিপর্যয়! সম্প্রতি ফেসবুকে (Facebook) আচমকাই কমে যাচ্ছে ফলোয়ার (Followers) সংখ্যা। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এমনকী, তালিকা থেকে বাদ যাননি ফেসবুক প্রতিষ্ঠাতা খোদ মার্ক জুকারবার্গও (Mark Zuckerberg)। তবে শুধু জুকারবার্গই নন, এমন হাল হলি-বলি-টলি তারকা (Celebrities) থেকে শুরু করে বিশ্বের তাবড় মানুষদের। মার্ক জুকারবার্গের ফলোয়ার সংখ্যা যেখানে ছিল ১১৯ মিলিয়ন আর সেখান থেকে বর্তমানে তা কমে দাঁড়িয়েছে দশ হাজারেরও নীচে। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ উগড়ে দিয়েছেন অনেকেই। অনুমান, ওয়েব বাগকে (Web Bug) খারাপ কাজে ব্যবহার করার কারণেই এমন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে গ্রাহকদের। বাগের কারণে যদি কোনও সেলেবের অ্যাকাউন্ট (Celebrity Account) সার্চ করা যায় তাহলে তাঁর পুরো ফলোয়ার সংখ্যা দেখায় কিন্তু প্রোফাইল খুললেই ফলোয়ার সংখ্যা ১০ হাজার কমে যায়। আর সোশ্যাল মিডিয়ার এমন সমস্যায় রীতিমতো নাস্তানাবুদ হতে হচ্ছে বিশ্বের সমস্ত মানুষকেই।

তবে বিশেষজ্ঞরা (Experts) জানাচ্ছেন, ইতিমধ্যে ফেসবুক ভুয়ো অ্যাকাউন্ট মুছে (Account Delete) ফেলার কাজ শুরু করেছে। আর সেই কারণেই আনফলোর সংখ্যা বাড়ছে। অ্যাকাউন্ট মুছে ফেলার কাজ শেষ হলেই সমস্ত পরিস্থিতি আবার স্বাভাবিক হবে। তার আগে এমন সমস্যার সম্মুখীন হতে হবে ব্যবহারকারীদের। তবে ফেসবুকের তরফে সরকারিভাবে এখনই কিছু ঘোষণা করা হয়নি। আপাতত জুকারবার্গের ফেসবুকের পাতায় গেলে দেখা যাচ্ছে যান্ত্রিক গোলযোগের (Technical Problem) জন্য সেটা বর্তমানে অকেজো হয়ে পড়েছে। তবে ফেসবুকে কর্মরত এক কর্মী জানান, পুরো বিষয়টাই ফেসবুকের একটি প্রচারমূলক ফন্দি (Promotional Strategy)। আর কিছুই নয়। নামবদল করে ‘মেটা’ (Meta) হওয়ার পর থেকেই ফেসবুক নিজের ভাবমূর্তি বদলানোর জন্য নিত্যনতুন ফন্দি আঁটছে। তবে এই সমস্ত বিষয়গুলি ক্ষণস্থায়ী হবে না দীর্ঘস্থায়ী তা কিছুটা সময় গড়ালে তবেই বলা সম্ভব।

বিষয়টি নিয়ে ইতিমধ্যে মুখ খুলেছেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনও (Taslima Nasreen)। তিনি টুইট করে জানিয়েছেন, ফেসবুকে একটি সুনামি (Tsunami) তৈরি হয়েছে। যা ইতিমধ্যে আমার ৯ লাখ ফলোয়ারকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। বর্তমানে আমার ফলোয়ার সংখ্যা মাত্র ৯ হাজারে এসে ঠেকেছে। তিনি আরও লেখেন, আমি ফেসবুকের এই ‘কমেডি’তে বেশ পছন্দ করি।

তবে বর্তমান সমাজে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব যে অপরিসীম তাকে অগ্রাহ্য করার কোনও অবকাশ নেই। বর্তমানে যেকোনো তারকার অর্থনৈতিক রাস্তাও সুগম করে সোশ্যাল মিডিয়া। যাঁর যত অনুরাগীর সংখ্যা যত বেশি তত বেশি টাকা তাঁরা পোস্ট পিছু পান। তাই ফেসবুকের এমন সমস্যায় জেরবার তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ। আর এমন ঘটনা ঘটলে সমস্যা তো হবেই। তবে আচমকা কেন এমন হল তা থাওরক্রতে হিমশিম খাচ্ছেন তারকারা। তবে তাঁদের আশা দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে।

spot_img

Related articles

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...

এশিয়ার প্রথম মহিলা হিসেবে ডি-লিট মমতাকে, জানাল ওকায়ামা বিশ্ববিদ্যালয়

বাংলার মুকুটে গৌরবের পালক। এশিয়ার প্রথম মহিলা হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সাম্মানিক ডিলিট দেওয়া হল।...