Saturday, December 27, 2025

‘ বুকে পা তুলে দেব ‘ , ফের বেলাগাম দিলীপ

Date:

Share post:

ওরা বিক্ষোভ দেখিয়ে স্লোগান দিচ্ছিল। দিলীপ ঘোষ কী করলেন? তার হুঙ্কার ‘ বুকে পা তুলে দেব ‘ , ১০০ দিনের কাজের টাকা চেয়ে স্লোগান তুলতেই দিলীপের এই হুঙ্কার।
বেলদায় প্রাতর্ভ্রমণে বেরিয়ে গো ব্যাক স্লোগান শুনলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি প্রাতর্ভ্রমণে বেরোনোর পরই তাঁকে ঘিরে স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মী-সমর্থকরা।

বেলদায় যে গেস্ট হাউসে রয়েছেন তার সামনেও চলে বিক্ষোভ। ১০০ দিনের কাজের টাকা কেন রাজ্য পাচ্ছে না, সেই প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা। পাল্টা হুঙ্কার দেন দিলীপ ঘোষও।
সাংসদ দিলীপ ঘোষ বলেন, সকাল সকাল চোরেদের মুখ দেখতে হল আমায় ! এরপর তাঁর মুখ থেকে শোনা যায় , ‘ বুকে পা তুলে দেব ‘ ! দিলীপের এই মন্তব্যে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

১০০ দিনের কাজের টাকা কেন্দ্র দিচ্ছে না, এমন অভিযোগ এর আগে বারবার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee )। বিভিন্ন প্রকল্পে টাকা না দেওয়ার অভিযোগ তুলে মোদি সরকারকে বিভিন্ন সময় নিশানা করেন মমতা। একশো দিনের কাজ থেকে বাংলা আবাস যোজনা, বিভিন্ন প্রকল্পে, মোদি সরকার রাজ্যকে টাকা দিচ্ছে না বলে, সম্প্রতি বারবার অভিযোগ করেছেন তিনি। সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একশো দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে ছ’মাস ধরে, বন্ধ করে দেওয়া হয়েছে UGC’র টাকাও ! এমন অভিযোগ করতে শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন একাধিকবার, ‘বাংলার ঘর তৈরি করার পরিকল্পনা বন্ধ করে দেওয়া হয়েছে… দিল্লি টাকা না দিলেও বুদ্ধি করে রাজ্য সরকার ঠিক কাজগুলি চালিয়ে যাচ্ছে। ‘

এই অভিযোগকে সামনে রেখেই বেলদার তৃণমূল কর্মীরা এদিন সাংসদ দিলীপ ঘোষের সামনে স্লোগান তোলেন। আর তাতেই চটে যান দিলীপ। এরই পাশাপাশি, বউবাজারে মেট্রোরেলের কাজ চলাকালীন ফের বাড়িগুলিতে ফাটল দেখা দেওয়া নিয়েও প্রশ্ন করা হয় দিলীপকে। তিনি সোজাসুজি বলে দেন, ‘ মেট্রোর রুট ঘুরিয়ে দেওয়ার কারণেই এই সব হচ্ছে। ‘ দিলীপের অভিযোগ, রাজনীতির স্বার্থে ঘোরানো হয়েছে মেট্রোর রুট।

spot_img

Related articles

শীতের আমেজে মিতিন মাসি স্পেশাল স্ক্রিনিংয়ে তারকা সম্ভার

মহিলা গোয়েন্দা চরিত্র হিসেবে বাঙালি পাঠকের মনে বড় অংশ জুড়ে আজও মিতিন মাসি( Mitin Masi)। আর সেই মিতিনকে...

গুরুত্বপূর্ণ বৈঠকের আগে ইউক্রেনের রাজধানীতে ভয়াবহ বিস্ফোরণ

শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠেছে ইউক্রেনের রাজধানী কিয়েভ (Kyiv)। শনিবার ভোরের দিকে রাজধানী শহরের বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ...

লক্ষ্য বিধানসভা ভোট, শনিবার বড় ঘোষণা করবেন অভিষেক! জল্পনা তুঙ্গে

দুয়ারে বিধানসভা ভোট, নতুন বছরের শুরু থেকেই জোর কদমে প্রচারে নামছে তৃণমূল। শুক্রবারের বৈঠকে প্রচারের রূপরেখা স্থির করে...

বাংলাদেশে রকস্টার জেমসের অনুষ্ঠানে হামলা, ভেস্তে গেল সংগীত অনুষ্ঠান

অশান্ত বাংলাদেশ, কয়েকদিন আগেই উপমহাদেশের সাংস্কৃতিক পীঠস্থান ছায়নটে হামলা চালিয়ে উন্মত্ত দুষ্কীতিরা। এবার রকস্টার জেমসের(James) অনুষ্ঠানে চলল হামলা। শুক্রবার...