Wednesday, August 27, 2025

নির্বাচনের আগে ফের আপের বিরুদ্ধে তৎপর ইডি, ২৫ টি জায়গায় শুরু হল তল্লাশি অভিযান

Date:

Share post:

চলতি বছরে গুজরাটে বিধানসভা নির্বাচন(Gujarat assembly election)। এই নির্বাচনে গেরুয়া শিবিরকে টক্কর দিতে কোমর বেঁধে ময়দানে নেমেছে আম আদমি পার্টি(AAP)। এরই মাঝে আবগারি নীতি সংক্রান্ত কেলেঙ্কারির অভিযোগে দিল্লির দেয় ২৫টি জায়গায় তল্লাশি অভিযান শুরু করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি(ED)। যদিও এই তল্লাশি অভিযান নিয়ে খুব একটা ভাবিত নয় আপ। তাদের স্পষ্ট দাবি পুরোটাই রাজনৈতিক ষড়যন্ত্র।

দিল্লির এলজি ভি কে সাক্সেনা দিল্লির আবগারি নীতি ২০২১-২২ বাস্তবায়নে অনিয়মের অভিযোগের তদন্তের জন্য সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর তদন্তের সুপারিশ করার পরে এই আবগারি নীতিটি স্ক্যানারে আসে। এই ঘটনায় ১১ জন আবগারি কর্মকর্তাকে বরখাস্তও করা হয়। তদন্তে উঠে আসে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার নাম। যদিও বারবার তল্লাশি অভিযান চালানো হলেও উল্লেখযোগ্য কিছু হাতে আসেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। এই পরিস্থিতিতে আপের স্পষ্ট অভিযোগ শুধুমাত্র ভাবমূর্তি নষ্ট করতেই ময়দানে নেমেছে ইডি-সিবিআই।

উল্লেখ্য, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গত সপ্তাহে দিল্লি-এনসিআর, পঞ্জাব এবং হায়দ্রাবাদের প্রায় ৩৫টি জায়গায় অভিযান চালানোর পরে ফের দিল্লিতে চালানো হল অভিযান। এখনও পর্যন্ত, ইডি এই মামলায় ১২০টিরও বেশি অভিযান চালিয়েছে। পাশাপাশি এই ঘটনায় গত মাসে মদ ব্যবসায়ী এবং মদ উত্পাদনকারী সংস্থা ইন্দোস্পিরিট-এর ব্যবস্থাপনা পরিচালক সমীর মাহান্দ্রুকেও গ্রেফতার করেছে।

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...