Sunday, December 21, 2025

পাখির চোখ ‘পঞ্চায়েত’! স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থীকে দাঁড় করানোর সিদ্ধান্ত বঙ্গ বিজেপির

Date:

Share post:

স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে এমন ব্যক্তিকেই দলের প্রার্থী হিসেবে অগ্রাধিকার দেওয়া হবে। রাজ্যের পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election) নিয়ে সাংগঠনিক বৈঠকে (Organizational Meeting) এমনই বার্তা দিলেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক (Central Observer) সুনীল বনসল (Sunil Bansal)। রাজ্যে গেরুয়া শিবিরের সাংগঠনিক শক্তিবৃদ্ধির পাশাপাশি আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কাদের প্রার্থী (Candidates) করা হবে তা নিয়ে হেস্টিংসে (Hestings) বিজেপির দফতরে দু’দিনের সাংগঠনিক সভার আয়োজন করা হয়। সোমবার ছিল বৈঠকের দ্বিতীয় দিন। এদিনের বৈঠকে উপস্থিত বিভিন্ন স্তরের সাংগঠনিক নেতৃত্বকে নির্বাচনের গাইডলাইনস (Guidelines) ঠিক করে দেওয়া হয়।

বিজেপি (BJP) সূত্রের খবর, পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এবার জেলায় জেলায় ‘অ্যান্টি  রিগিং কমিটি’ (Anti Rigging Committee) তৈরি করার কাজ শুরু হয়েছে। সূত্রের খবর, হেস্টিংসে দুদিনের সাংগঠনিক বৈঠকে আলাদা আলাদা করে, বিভিন্ন স্তরের নেতৃত্বের সঙ্গে মুখোমুখি বৈঠক করছেন দলের শীর্ষ নেতারা। পঞ্চায়েত ভোটের আগে প্রচারে ঝড় তোলার পাশাপাশি একাধিক গ্রামে নরেন্দ্র মোদি সরকারের কেন্দ্রীয় প্রকল্প (Central Scheme) নিয়েও সাধারণ মানুষকে অবগত করার ব্যাপারে দলের সাংগঠনিক নেতৃত্বদের নির্দেশ দেওয়া হচ্ছে বলে পদ্ম শিবির সূত্রে খবর। পাশাপাশি নভেম্বর মাস থেকে বিভিন্ন জেলায় কেন্দ্রীয় নেতা মন্ত্রীদের দিয়ে জনসংযোগের লক্ষ্যে লাগাতার ‘প্রবাস কর্মসূচি’ পালনের কথাও এদিনের বৈঠকে আলোচনা হয়। আগামী ১৫ নভেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ বুথ কমিটি (Booth Committee) তৈরীর নির্দেশও দেওয়া হয়েছে। বিজেপির শীর্ষ নেতাদের মতে, গ্রাম যার বাংলা তার। আর সেকারণেই গ্রামকে টার্গেট করে ঘুঁটি সাজাচ্ছে গেরুয়া শিবির। অন্যদিকে, এদিনের বৈঠকে বুথ সশক্তিকরণে (Empowerment) জোর দেওয়ার পাশাপাশি দলীয় ক্ষোভ বিক্ষোভ মিটিয়ে ফেলার বিষয়েও কড়া বার্তা দিয়েছেন কেন্দ্রীয় পর্যবেক্ষকরা।

হেস্টিংসে দু’দিনের সাংগঠনিক বৈঠকে সুনীল বনসল ছাড়াও উপস্থিত ছিলেন মঙ্গল পান্ডে, আশা লাকড়া, অমিত মালব্য, সতীশ ধন্দ ও দিলীপ ঘোষ। পাশাপাশি রাজ্য বিজেপির তরফে বৈঠকে উপস্থিত ছিলেন, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সংগঠনের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী, জগন্নাথ চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতো ছাড়াও দলের বিধায়ক, সাংসদ-সহ একাধিক কার্যকর্তারা।

 

spot_img

Related articles

সঙ্গীতশিল্পীকে হেনস্থা: কয়েক ঘণ্টায় ভগবানপুরে গ্রেফতার অভিযুক্ত

শিল্প ও শিল্পীর রক্ষায় কোনও বেনিয়ম বরদাস্ত নয়। বারবার এমন নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই প্রতিফলন...

মোদিরাজ্যে চিড়িয়াখানায় কোবরার কামড়ে মৃত্যু সিংহীর

নজিরবিহীন ঘটনা! গুজরাটের ভদোদরার সায়াজিবাগ চিড়িয়াখানার (Sayajibaug in Vadodara) ১৪৫ বছরের ইতিহাসে প্রথম সাপের কামড়ে কোনও সিংহীর মৃত্যু...

নৈরাজ্যের বাংলাদেশে অশান্তির আগুন, কী প্রতিক্রিয়া বাংলার বিনোদন জগতের শিল্পীদের 

চিরঞ্জিত চক্রবর্তী (অভিনেতা): বাংলাদেশ শিল্প-সংস্কৃতিতে অত্যন্ত সমৃদ্ধ। সেই সব ধ্বংস হয়ে যাচ্ছে। যা কিছু ভাল, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিল্প-সংস্কৃতির...

জোহানেসবার্গে বন্দুকবাজের হামলায় মৃত ১০, তদন্ত শুরু পুলিশের 

নিউইয়র্ক, সিডনির পর এবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বন্দুকবাজের হামলা (Gunman attacks in Johannesburg, South Africa)। বেকারসডল এলাকায় একটি...