Thursday, May 15, 2025

পাখির চোখ ‘পঞ্চায়েত’! স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থীকে দাঁড় করানোর সিদ্ধান্ত বঙ্গ বিজেপির

Date:

Share post:

স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে এমন ব্যক্তিকেই দলের প্রার্থী হিসেবে অগ্রাধিকার দেওয়া হবে। রাজ্যের পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election) নিয়ে সাংগঠনিক বৈঠকে (Organizational Meeting) এমনই বার্তা দিলেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক (Central Observer) সুনীল বনসল (Sunil Bansal)। রাজ্যে গেরুয়া শিবিরের সাংগঠনিক শক্তিবৃদ্ধির পাশাপাশি আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কাদের প্রার্থী (Candidates) করা হবে তা নিয়ে হেস্টিংসে (Hestings) বিজেপির দফতরে দু’দিনের সাংগঠনিক সভার আয়োজন করা হয়। সোমবার ছিল বৈঠকের দ্বিতীয় দিন। এদিনের বৈঠকে উপস্থিত বিভিন্ন স্তরের সাংগঠনিক নেতৃত্বকে নির্বাচনের গাইডলাইনস (Guidelines) ঠিক করে দেওয়া হয়।

বিজেপি (BJP) সূত্রের খবর, পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এবার জেলায় জেলায় ‘অ্যান্টি  রিগিং কমিটি’ (Anti Rigging Committee) তৈরি করার কাজ শুরু হয়েছে। সূত্রের খবর, হেস্টিংসে দুদিনের সাংগঠনিক বৈঠকে আলাদা আলাদা করে, বিভিন্ন স্তরের নেতৃত্বের সঙ্গে মুখোমুখি বৈঠক করছেন দলের শীর্ষ নেতারা। পঞ্চায়েত ভোটের আগে প্রচারে ঝড় তোলার পাশাপাশি একাধিক গ্রামে নরেন্দ্র মোদি সরকারের কেন্দ্রীয় প্রকল্প (Central Scheme) নিয়েও সাধারণ মানুষকে অবগত করার ব্যাপারে দলের সাংগঠনিক নেতৃত্বদের নির্দেশ দেওয়া হচ্ছে বলে পদ্ম শিবির সূত্রে খবর। পাশাপাশি নভেম্বর মাস থেকে বিভিন্ন জেলায় কেন্দ্রীয় নেতা মন্ত্রীদের দিয়ে জনসংযোগের লক্ষ্যে লাগাতার ‘প্রবাস কর্মসূচি’ পালনের কথাও এদিনের বৈঠকে আলোচনা হয়। আগামী ১৫ নভেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ বুথ কমিটি (Booth Committee) তৈরীর নির্দেশও দেওয়া হয়েছে। বিজেপির শীর্ষ নেতাদের মতে, গ্রাম যার বাংলা তার। আর সেকারণেই গ্রামকে টার্গেট করে ঘুঁটি সাজাচ্ছে গেরুয়া শিবির। অন্যদিকে, এদিনের বৈঠকে বুথ সশক্তিকরণে (Empowerment) জোর দেওয়ার পাশাপাশি দলীয় ক্ষোভ বিক্ষোভ মিটিয়ে ফেলার বিষয়েও কড়া বার্তা দিয়েছেন কেন্দ্রীয় পর্যবেক্ষকরা।

হেস্টিংসে দু’দিনের সাংগঠনিক বৈঠকে সুনীল বনসল ছাড়াও উপস্থিত ছিলেন মঙ্গল পান্ডে, আশা লাকড়া, অমিত মালব্য, সতীশ ধন্দ ও দিলীপ ঘোষ। পাশাপাশি রাজ্য বিজেপির তরফে বৈঠকে উপস্থিত ছিলেন, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সংগঠনের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী, জগন্নাথ চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতো ছাড়াও দলের বিধায়ক, সাংসদ-সহ একাধিক কার্যকর্তারা।

 

spot_img

Related articles

শক্তি: ঘূর্ণিঝড়ের আশঙ্কাই নেই, জানাল মৌসম ভবন

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ‘সাইক্লোনিক সার্কুলেশন’ নিয়ে গত কয়েকদিন ধরেই উৎকণ্ঠা ছড়িয়েছিল রাজ্যজুড়ে। সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘শক্তি’ ঘিরে ছিল নানা...

ফিরলেন জওয়ান পূর্ণম! স্বামীর সঙ্গে পাঠানকোটে দেখা করতে যাচ্ছেন স্ত্রী রজনী

২২ দিনের উদ্বেগ, অপেক্ষা এবং স্নায়ুচাপের অবসান ঘটিয়ে অবশেষে সুখবর পৌঁছল হুগলির সাউ পরিবারে। পাকিস্তানে আটকে পড়া বিএসএফ...

দোহায় ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ মুকেশ আম্বানির, নৈশভোজে কী আলোচনা!

কাতারের (Qatar) দোহায় ফের মুখোমুখি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trum) ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি...

৩১ জুলাই পর্যন্ত মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জানালো হাইকোর্ট

ওয়াকফ (WAQF Issue) অশান্তির পর আপাতত শান্ত নবাবের জেলা। কিন্তু আর যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই...