সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সিকিমের বিরুদ্ধে দুরন্ত জয় পেল বাংলা। মঙ্গলবার সিকিমের বিরুদ্ধে ৮৪ রানে জিতল অভিমুন্য ইশ্বরনের দল। বাংলার হয়ে অর্ধশতরান করেন সুদীপ ঘরামি। এদিন বাংলার হয়ে অভিষেক ঘটে রবি কুমারের। তরুণ বাঁহাতি পেসার অনুর্ধ্ব-১৯ ভারতীয় দলের হয়ে বিশ্বকাপ জিতেছিলেন। গত মরশুমে বাংলার রঞ্জি দলে সুযোগ পেলেও ম্যাচ খেলা হয়নি তাঁর।

ম্যাচে এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক অভিমুন্য ইশ্বরনের দল। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৯ রান তোলে বাংলা। ৫৬ রান করেন সুদীপ ঘরামি। ৪৩ রান করেন শাহবাজ আহমেদ।

জবাবে ব্যাট করতে নেমে ৯৫ রানে গুটিয়ে যায় সিকিমের ইনিংস। সিকিমের হয়ে সর্বোচ্চ রান ২১ রান করেন আশিস থাপা। ১৫ রান করেন পঙ্কজ রাওয়াত। বাংলার হয়ে দুটি করে উইকেট নেন প্রদীপ্ত প্রামানিক এবং করণ লাল। একটি করে উইকেট নেন রবি কুমার, আকাশদীপ, শাহবাজ আহমেদ এবং ঋত্বিক চট্টোপাধ্যায়।

আরও পড়ুন:নর্থইস্টকে সমীহ কনস্ট্যানটাইনের, জয়ের জন্য ঝাঁপাবে দল, বললেন লাল-হলুদ কোচ
