Tuesday, January 13, 2026

বেনজির! কুণালের সাংসদ তহবিলে সম্পূর্ণ তৈরি কোচবিহারের ‘মমতা সেতু’, আপ্লুত স্থানীয়রা

Date:

Share post:

মমতা সেতু- কোচবিহারের (CoochBehar) বড়ভিটায় বুড়াধরলা নদীর উপর এই সেতুটি নির্মাণ হয় রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষের (Kunal Ghosh) এমপি (MP) ল্যাডের টাকায়। এক সাংসদের তহবিলের টাকায় একটি সেতু তৈরি- এই উদাহরণ ভারতে আর কোথাও আছে! উত্তরবঙ্গে রয়েছেন তৃণমূল (TMC) মুখপাত্র কুণাল ঘোষ। বুধবার তিনি যান সেই সেতু দেখতে। সঙ্গে ছিলেন কৃষ্ণকান্ত বর্মন, যুবনেতা নীতীশ সরকার ও স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

বর্ষাকালে এই বুড়া ধরলা নদী ফুলে ফেঁপে উঠত। ফলে সমস্যায় পড়তেন কোচবিহার ১ ব্লক এবং দিনহাটা ১ ব্লকের প্রায় ১৭টি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা থেকে শুরু করে ছাত্রছাত্রীরা। বর্ষাকালে খরস্রোতা নদীর তোড়ে ভেসে যেত বাঁশের সাঁকো। বিচ্ছিন্ন হয়ে পড়তেন বড়ভিটা অঞ্চলের কয়েকটি গ্রামের বাসিন্দারা। ২০১৬ সালে সেতুর সমস্যা নিয়ে তৎকালীন রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষের সঙ্গে দেখা করেন কোচবিহার জেলা পরিষদের সদস্য কৃষ্ণকান্ত বর্মন। সেই সমস্যা উপলব্ধি করে কুণাল তাঁর এমপি ল্যাডের টাকায় বুড়া ধরলা নদীর উপর সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেন। তাঁর সাংসদ তহবিল থেকে আড়াই কোটি টাকা বরাদ্দ করেন। নির্মাণ হয় ‘মমতা সেতু’-র।

এ বিষয়ে প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ বলেন- “কৃষ্ণকান্ত বর্মন আমার সঙ্গে যোগাযোগ করে এলাকার মানুষের দাবি মতো একটি সেতু তৈরির আবেদন জনান। সেই দাবি উপলব্ধি করে আমি আমার এমপি ল্যাডের টাকা থেকে সাহায্য করি। আমার বলতে দ্বিধা নেই, এই কাজে পুরোদস্তুর টাকার সদ্ব্যবহার হয়েছে। আমি দাবি করে বলতে পারি ভারতবর্ষের অন্য কোনও সাংসদ একক ভাবে একটি সেতু তৈরি করেছেন এই সেতু ছাড়া দ্বিতীয় নজির নেই।” কুণাল ঘোষকে ধন্যবাদ জানিয়েছেন কৃষ্ণকান্ত বর্মন।

এর আগেই বড়ভিটায় বুড়াধরলা নদীর উপর মমতা সেতু পরিদর্শনে যান কুণাল। কিন্তু তখন মাঝখানটি জুড়লেও গাড়ি চলাচলের সমস্যা ছিল। এখন তৈরি হয়ে গিয়েছে পুরো সেতুটি। যান চলাচল করছে। কুণালকে পরিদর্শনের আমন্ত্রণ জানান স্থানীয়রা। তৈরি সেতু দেখে খুশি কুণাল। তাঁর মতে, “কৃষ্ণকান্ত বর্মণের অনুরোধে সেতু নির্মাণে টাকা বরাদ্দ করেছিলাম। সেতু না থাকায় চরম সমস্যায় ছিল ওপাশের গ্রামগুলি। এখন গোটা এলাকা খুশি।“

আরও পড়ুন- বন্ধের পথে ৪৩ বছরের কেন্দ্রীয় সংস্থা! হঠকারী সিদ্ধান্তে প্রশ্নের মুখে রেলমন্ত্রক

 

spot_img

Related articles

কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতির দায়িত্বে বিচারপতি সুজয় পাল 

কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন বিচারপতি সুজয় পাল। এতদিন তিনি ওই আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির...

T20 WC: ভারতের নিরাপত্তা নিয়ে ভিত্তিহীন প্রচার, বাংলাদেশের দাবি খারিজ করল আইসিসি

টি২০ বিশ্বকাপ (T20 World Cup) যত এগিয়ে আসছে ততই  বিতর্ক বাড়ছে  বাংলাদেশকে (Bangladesh) নিয়ে। সোমবার সারা দিন সরগরম...

নৃতাল ছন্দ ডান্স সেন্টার: বেলঘরিয়ায় উৎসব! নৃত্যের ছন্দে তিন দশকের পথচলা

জীবনের প্রতিটি বাঁকে যেমন ছন্দ লুকিয়ে থাকে, তেমনই নাচ-গান-কবিতা-নাটকের পথে সেই ছন্দকে আঁকড়ে ধরে তিন দশক পার করল...

কবে আবার Gym look পোস্ট? দিন জানালেন অভিষেক

ছিপছিপে চেহারা। অসম্ভব ফিটনেস। একটানা গাড়ির উপর দাঁড়িয়ে করতে পারেন র‍্যালি। তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক সব অর্থেই...