Wednesday, August 27, 2025

পুলিৎজার জয়ী কাশ্মীরি চিত্র সাংবাদিককে বিদেশ যাওয়ার নিষেধাজ্ঞা, ক্ষুব্ধ সান্না

Date:

Share post:

পুলিৎজার পুরস্কার বিজয়ী কাশ্মীরি চিত্র সাংবাদিক সান্না ইরশাদ মাট্টুকে ফের দেশ ছাড়ার অনুমতি দিতে অস্বীকার করল কেন্দ্রীয় সরকার। এই নিয়ে তিনমাসে দু’’বার এমন নিষেধাজ্ঞা জারি করল দিল্লি। আর এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন চিত্র সাংবাদিক।

আরও পড়ুন:কোভিড কালে হাহাকার দৃশ্য লেন্সবন্দি! পুলিৎজার পুরস্কার পেলেন নিহত সাংবাদিক দানিশ সিদ্দিকি

টুইটারে তিনি বলেন,  ‘কেন আমাকে বিদেশ ভ্রমণের অনুমতি দেওয়া হচ্ছে না, তার কারণ জানানো হয়নি। একটি মর্যাদাপূর্ণ পুরস্কার পাওয়ার পর দেশ ছাড়তে না দেওয়া এক রহস্য।’ পুলিৎজার বিজয়ী সাংবাদিক আরও বলেন, ‘আমি আসলে বোঝার চেষ্টা করছি কেন এটা আমার সঙ্গে করা হচ্ছে। আমি মনে করি আমাকে অনুমতি না দেওয়াতে কোনও যথাযথ কারণ নেই। আমি শেষবার জুলাই মাসে বাধা পাওয়ার পর কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। কিন্তু সাড়া পাইনি।’

প্রসঙ্গত, এর আগে মে মাসে প্যারিসে একটি চিত্র প্রদর্শনীতে যোগ দিতে যাওয়ার সময়ও তাঁকে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছিল। সেই সময়ও ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছিল বছর ২৮-এর সানাকে। সেই ঘটনারই পুনরাবৃত্তি হল পুলিৎজার নিতে যাওয়ার সময়ও। এদিন আরেকটি টুইটে সেই ঘটনারও উল্লেখ করেছেন সানা।২০১৯ সালের সেপ্টেম্বরে কাশ্মীরি সাংবাদিক গওহর গিলানিকে একই ভাবে দিল্লির বিমানবন্দরে আটকে দিয়েছিল অভিবাসন দফতর। তিনি জার্মানি যাচ্ছিলেন। গত বছর সাংবাদিক-অধ্যাপক জাহিদ রফিককে আমেরিকায় যেতে দেওয়া হয়নি। মার্কিন এক বিশ্ববিদ্যালয়ে পড়াতে যাচ্ছিলেন জাহিদ। কিন্তু বিমানবন্দরে তাঁকে আটকে দেওয়া হয়। একই ভাবে কয়েক মাস আগে দক্ষিণ কাশ্মীরের এক অধ্যাপকের সঙ্গেই একই ঘটনা ঘটে। বিদেশ যেতে দেওয়া হয়নি কাশ্মীরি সাংবাদির রুয়া শাহকেও।

সান্না বলেন, ‘আমি মনে করি ভ্রমণের অধিকার যে কোনও ব্যক্তির মৌলিক অধিকার। আমাকে কেন অনুমতি দেওয়া হবে না! আমি পুরস্কারটি গ্রহণ করার জন্য উন্মুখ হয়ে আছি। সরকারের সিদ্ধান্ত বেদনাদায়ক।’

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...