Saturday, November 29, 2025

নন্দীগ্রামে বিজেপিতে বিদ্রোহ, গণইস্তফা বহু নেতার

Date:

Share post:

ঘরের আগুন সামলাতে পারছে না গেরুয়া শিবির(BJP)। এবার আগুন লাগলো শুভেন্দুগড় হিসেবে পরিচিত নন্দীগ্রামে(Nandigram)। দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে, গণ ইস্তফা দিলেন একাধিক নেতা। স্বাভাবিকভাবে এই ঘটনা ঘুম ছুটেছে নন্দীগ্রাম বিজেপির শীর্ষ নেতৃত্বে। ইস্তফা দেওয়া নেতৃত্বের তালিকায় রয়েছেন বহু সংখ্যক মন্ডল সম্পাদক ও ব্লকের সহ-সভাপতি।

বিক্ষুব্ধ বিজেপি নেতাদের অভিযোগ, ২০২১-এর নির্বাচনের আগে যে সমস্ত তৃণমূল নেতারা বিজেপির ওপর হামলা চালিয়েছে ও একের পর এক বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে নির্বাচনের ছ মাস আগে তাদেরকে দলে নিয়ে জেলার একের পর এক দায়িত্বে আনা হয়েছে। অথচ এরাই বিজেপি কর্মীদের বেছে বেছে বাড়িঘর জ্বালিয়ে দিয়েছিল তাদের উপর হামলা চালিয়েছিল। এইসব দলবদলুদের বিজেপিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার প্রতিবাদী এই ইস্তফা বলে জানা গিয়েছে। ওই অঞ্চলের ব্লক সহ-সভাপতি দায়িত্বে থাকা জয়দেব বলেন, দল বদলু নেতাদের গুরুত্ব দিয়ে বিজেপির মূল নেতাদের উপেক্ষা করা হচ্ছে বারবার। শীর্ষ নেতৃত্বকে এ বিষয়ে জানানো হলেও কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এরই প্রতিবাদে আমরা একযোগে ইস্তফা দিচ্ছি।

পাশাপাশি বিক্ষুব্ধ বিজেপি নেতারা এটাও স্পষ্ট করে দেন এই মুহূর্তে কোনও রাজনৈতিক দলে তারা যোগ দেবেন না। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত তারা অপেক্ষা করবেন যদি কোনরকম ব্যবস্থা শীর্ষ নেতৃত্ব না নেয় সেক্ষেত্রে একত্রে বসে পরবর্তী চিন্তা ভাবনা করবেন।

spot_img

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...