Saturday, December 13, 2025

সৌজন্যের নজির: নন্দীগ্রামে পদত্যাগী বিজেপি নেতার বাড়ি তৃণমূল নেতৃত্ব

Date:

Share post:

দীপাবলিতে সৌজন্যের নজির তৃণমূলের (TMC)। নন্দীগ্রামে দলত্যাগী বিজেপি (BJP) কর্মীদের সঙ্গে দেখা করলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। রবিবার সকালে নন্দীগ্রাম তৃণমূলের এক নম্বর ব্লকের সভাপতি বাপ্পাদিত্য গর্গ (Bappaditya Garg) পৌঁছে যান বিজেপির প্রাক্তন ব্লক সহ-সভাপতি জয়দেব দাসের (Jaydev Das) বাড়ি। এই অসময়ে রাজনৈতিক নেতাদের পাশে পেয়ে আপ্লুত জয়দেব। তিনি জানান, “যাঁদের বিরুদ্ধে একসময় মাঠে নেমে লড়াই করেছি আজকেই দুঃসময় তাঁরা পাশে এসে দাঁড়িয়েছেন দেখে অত্যন্ত ভালো লাগছে।” একই সঙ্গে তিনি জানান, গণ ইস্তফা দেওয়ার পরেও বিজেপির শীর্ষ নেতৃত্ব কেউ এসে দেখা করেননি। অথচ তৃণমূল নেতৃত্ব পাশে এসে দাঁড়িয়েছে। এই সৌজন্য নজির হয়ে থাকবে বলে মত জয়দেব দাসের।

বাপ্পাদিত্য জানান, তৃণমূল নেতার পরিচয় ছাড়াও তাঁর আরও একটা পরিচয় হল, তিনি সমাজেরই একজন। সুতরাং কারও অসময়ে পাশে দাঁড়িয়ে সাহস যোগানোটাই তাঁদের কর্তব্য। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সব সময় রাজনৈতিক সৌজন্যের নজির রাখেন। তাঁর দলের নেতাকর্মীরাও সেই উদাহরণ সামনে রেখে এগিয়ে চলেছেন।

প্রশ্ন উঠছে তাহলে কি এবার জয়দেব দাস তাঁর অনুগামীদের নিয়ে তৃণমূলে যোগ দেবেন? প্রাক্তন বিজেপি নেতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এখনই কোন রাজনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর ইচ্ছে নেই তাঁর। তাঁরা বাড়িতে আছেন। আগামী দিনে ফের রাজনীতির আঙিনায় আসবেন কি না তা নিয়ে সিদ্ধান্ত পরে সিদ্ধান্ত নেবেন।

ঘরের আগুন সামলাতে পারছে না গেরুয়া শিবির(BJP)। এবার আগুন লেগেছে শুভেন্দুগড় হিসেবে পরিচিত নন্দীগ্রামে(Nandigram)। শনিবার দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে, গণ ইস্তফা দেন জয়দেব দাস ও তাঁর অনুগামীরা।

বিক্ষুব্ধ বিজেপি নেতাদের অভিযোগ, ২০২১-এর নির্বাচনের আগে যে সমস্ত তৃণমূল নেতারা বিজেপির ওপর হামলা চালিয়েছে ও একের পর এক বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে নির্বাচনের ছ মাস আগে তাদেরকে দলে নিয়ে জেলার একের পর এক দায়িত্বে আনা হয়েছে। অথচ এরাই বিজেপি কর্মীদের বেছে বেছে বাড়িঘর জ্বালিয়ে দিয়েছিল তাদের উপর হামলা চালিয়েছিল। এইসব দলবদলুদের বিজেপিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার প্রতিবাদী এই ইস্তফা বলে জানা গিয়েছে। ওই অঞ্চলের ব্লক সহ-সভাপতি দায়িত্বে থাকা জয়দেব বলেন, দল বদলু নেতাদের গুরুত্ব দিয়ে বিজেপির মূল নেতাদের উপেক্ষা করা হচ্ছে বারবার। শীর্ষ নেতৃত্বকে এ বিষয়ে জানানো হলেও কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এরই প্রতিবাদে আমরা একযোগে ইস্তফা দিচ্ছি।

 

spot_img

Related articles

‘জেলখাটা’ তকমা নয়, নাগরিক অধিকার ওদেরও আছে: বিশেষ স্ক্রিনিং জেলবন্দিদের নিয়ে তথ্যচিত্রের

অপরাধী আর নিরপরাধ। প্রমাণ করতেই বহু মানুষের জীবনের অমূল্য বহু সময় কেটে যায় গারদের ওপারে। এপারে বসে অপেক্ষা...

টার্গেট মতুয়া ভোট! রাজ্যে আরও সাত সভা মোদির, শুরুতেই নদিয়া

রাজ্যে এসআইআর করে মতুয়া বাসিন্দাদের সবথেকে বেশি বিপদে ফেলার চেষ্টা চালিয়েছে নির্বাচন কমিশন ও কেন্দ্রের বিজেপি সরকার। তবে...

ফর্ম ডিজিটাইজেশন মাত্র ৭৫ শতাংশের কাছে বহু জেলা: বয়সকে অসংগতি ধরছে কমিশন

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী রাজ্যে ইনিউমারেশন ফর্ম ডিজিটাইজেশনের কাজ ৯৯.৯৬ শতাংশ সম্পূর্ণ হয়েছে। অথচ কমিশনের তথ্যে স্পষ্ট, একাধিক...

প্রকাশিত নবম-দশম ইন্টারভিউ-এর তালিকা: রয়েছে ৪০ হাজার নাম

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে স্কুলে শিক্ষক নিয়োগের তৎপরতায় স্কুল সার্ভিস কমিশন। সেই মতো একাদশ-দ্বাদশের ইন্টারভিউ প্রক্রিয়া এর মধ্যেই...