জামাই ব্রিটেনের প্রধানমন্ত্রী, উচ্ছ্বসিত ইনফোসিস কর্তা

0
3

জামাই ব্রিটেনের হবু প্রধানমন্ত্রী। লিজ ট্রাসের পরে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ভারতীয় বংশোদ্ভূত ঋষিকেই সমর্থন করেছে ব্রিটেন। এখনও অবধি ব্রিটেনের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হবেন ৪২ বছরের ঋষি।ভারতীয় বংশোদ্ভূত ব্রিটেনে হবু প্রধানমন্ত্রী আসলে ইনফোসিসের অধিকর্তা নারায়ণ মূর্তির জামাই। ঋষি সুনকের সঙ্গে নারায়ণ মূর্তির মেয়ে অক্ষতার বিয়ে হয়েছে।

আরও পড়ুন: আজই বাকিংহাম প্যালেসে রাজা চার্লস আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী নিযুক্ত করবেন ঋষি সুনককে

জামাইয়ের সাফল্যে উৎফুল্ল ইনফোসিস কর্তা। ঋষিকে শুভকামনা জানিয়ে তিনি বলেন, “আমার শুভকামনা সবসময় ঋষির সঙ্গে রয়েছে। আমরা ওর জন্য গর্বিত, সবদিক থেকে সাফল্য কামনা করছি।” নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য জামাইকে পরামর্শও দিয়েছেন নারায়ণ মূর্তি।তিনি বলেন, “আমরা জানি ব্রিটেনের সাধারণ মানুষের জন্য কাজ করবে ঋষি। দেশের উন্নতির জন্য সঠিক পদক্ষেপ নেবে।”
চিকিৎসক বাবা ও ফার্মাসিস্ট মায়ের ছেলে ঋষি। পড়াশোনা ইংল্যান্ডের অন্যতম বিখ্যাত উইনচেষ্টার স্কুলে। তার পর উচ্চশিক্ষা অক্সফোর্ডে। চাকরিজীবনে ঋষি টানা তিন বছর কাজ করেছেন গোল্ডম্যান স্যাকস গোষ্ঠীতে। তারপর আমেরিকার ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন। সেখানেই ঋষির সঙ্গে পরিচয় ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির মেয়ে অক্ষতার। ২০০৯-এ অক্ষতার সঙ্গে বিয়ে হয় ঋষির। দম্পতির দুই কন্যা, কৃষ্ণা এবং অনুষ্কা।