Friday, January 16, 2026

বছরের শেষ সূর্যগ্রহনের সাক্ষী রইল দেশ, কলকাতায় দৃশ্যমান মাত্র ১১ মিনিট

Date:

Share post:

দেশজুড়ে কার্যত দৃশ্যমান বছরের শেষ সূর্যগ্রহণ (Solar Eclipse)। শুধু ভারতেই (India) নয় ইউরোপ, আফ্রিকা থেকেও দৃশ্যমান হল সূর্যগ্রহণের (Solar Eclipse) খন্ড চিত্র। সোশ্যাল মিডিয়ায় (Social media) ভাইরাল হল দেশের বিভিন্ন প্রান্ত থেকে তোলা গ্রহণের নানা দৃশ্য।

বাংলা থেকে বিহার, বেঙ্গালুরু থেকে বর্ধমান, আগ্রা হোক বা দেরাদুন – সর্বত্র গ্রহণের টুকরো ছবি উঠে এল ক্যামেরাবন্দি হয়ে। ২৭ বছর আগে, ১৯৯৫ সালে কালীপুজোর পর দিন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখেছিল বাঙালি। দেখা মিলেছিল, হীরের আংটিরও। এ বার ফের কালীপুজোর পর দিন সূর্যগ্রহণ। দুপুরের পর গ্রহণ শুরু হয়। সূর্যাস্তের সময়ে গ্রহণ কিছুক্ষণের জন্য দৃশ্যমান হয় কলকাতায়। মঙ্গলবারের গ্রহণ খণ্ডগ্রাস হওয়ায় সূর্য পুরোপুরি আড়ালে চলে যায় নি। ভারতের উত্তর পশ্চিমের রাজ্যগুলি থেকে খুব স্পষ্ট গ্রহণ দেখা গেছে বলে জানা যাচ্ছে। ভারতীয় সময় অনুযায়ী, গ্রহণ শুরু হয় মঙ্গলবার দুপুর ২টো ২৯ মিনিট নাগাদ সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে গ্রহণ শেষ হয়। অর্থাৎ, খণ্ডগ্রাস সূর্যগ্রহণ প্রায় ৪ ঘণ্টা ৩ মিনিট সময় ধরে চলে। কলকাতার অবশ্য খুব বেশি সময়ের জন্য গ্রহণ দেখা যায়নি। বিকেল ৪টে ৫২ মিনিট থেকে শুরু হয়ে গ্রহণ শেষ হয় ৫টা ৩ মিনিটে। হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, লখনউ, কানপুর, নাগপুর, বিশাখাপত্তনম, পাটনা, ম্যাঙ্গালোর, কোয়েম্বাটুর, উটি, বারাণসী এবং তিরুবনন্তপুরমে যথেষ্ট দৃশ্যমান হয়েছিল গ্রহণ। ভারতের বাকি শহরের তুলনায় সূর্যগ্রহণ সবচেয়ে বেশি স্থায়ী হয় গুজরাতের দ্বারকায়। ভারত ছাড়া ইউরোপ, মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, এশিয়ার পশ্চিম অংশে, আটলান্টিক মহাসাগরের উত্তর ভাগ এবং ভারত মহাসাগরের উত্তর ভাগে এই সূর্যগ্রহণ গ্রহণ দেখা গেছে।

 

spot_img

Related articles

প্রধানমন্ত্রী আসছেন: তার আগেই বিজেপির বাংলা বিরোধিতার প্রতিবাদে সরব হবে সিঙ্গুর

যে মাটিতে দাঁড়িয়ে নির্বাচনের আগে ভুরি ভুরি প্রতিশ্রুতি দিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেই মাটিকে বিজেপির অত্যাচারি শাসকদল...

হিরণকে নিইনি, ২ বিজেপি বিধায়ক আসতে চায়: জনতার দাবিকে প্রাধান্য দিয়ে কী জানালেন অভিষেক

“হিরণ আমার অফিসে এসেছিল। তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছেপ্রকাশ করেছিল। নিইনি। মেদিনীপুরের দুই বিজেপি (BJP) বিধায়ক তৃণমূলে আসতে চায়!...

উত্তর থেকেই দক্ষিণের পরিবহনে নয়া পদক্ষেপ, সিএনজি সরকারি বাসের উদ্ধোধন মমতার

শুক্রবার থেকে উত্তরবঙ্গ সফর শুরু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banarjee)। শিলিগুড়ির মহাকাল মন্দিরের শিল্যানাস করেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠান মঞ্চ...

‘ভারতরত্ন’ নথিতে প্রমাণ করতে হল ভোটাধিকার! অমর্ত্য সেনের নথি সংগ্রহ কমিশনের

যে ১১টি নথি প্রাথমিকভাবে ভোটাধিকারের প্রামাণ্য হিসাবে দাবি করেছিল জাতীয় নির্বাচন কমিশন, তার মধ্যে অন্যতম ছিল ভারতরত্ন (Bharat...