রীতিমতো কার্ড দিয়ে নিমন্ত্রণ (invitation) করেছিল বাবু (Babu)। ২৬ অক্টোবর ২০২২ তারিখে তার ৩৪তম জন্মদিন (Birthday) বলে কথা। তাই জন্মদিন পালনের জন্য তার সকল অনুরাগী, বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের ২৬ অক্টোবর সকাল ১০টায় আলিপুর চিড়িয়াখানার (Alipore Zoological Garden) আসার আমন্ত্রণ জানিয়েছিল ‘বাবু’ (Babu) নিজেই। গাজর, তরমুজ, আম, আপেল, টমেটো, খেজুর, দুধ, পাউরুটি—‘বাবু’র সব পছন্দের খাবার থাকছে জন্মদিনের মেনুতে (Birthday Menu)। সকাল সকাল কেক কেটে জন্মদিন পালন। উপস্থিত ‘বাবু’র দত্তক নেওয়া মা-বাবা নাট্যকর্মী তথা অভিনেতা জুটি সোহিনী সেনগুপ্ত (Sohini Sengupta) এবং সপ্তর্ষি মৌলিক (Saptarshi Moulik)। ছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) এবং মীরও (Mir) ।

দীপাবলির হুল্লোর মিটতে না মিটতেই সকাল থেকে মিষ্টির দোকানে লম্বা লাইন। ভাতৃদ্বিতীয়ার প্রতিটি মুহূর্ত উৎসবের আকারে উদযাপন করতে চায় ভাই-বোনেরা। এর মাঝে ‘বাবু’র জন্মদিন ভুলে যাননি তো? ‘বাবু’ মানে সোহিনীর আদরের শিম্পাঞ্জি (Chimpanzee)। দু’বছর আগে দত্তক নেন সোহিনী ও সপ্তর্ষি। কিন্তু ‘বাবু’র সঙ্গে সোহিনীর সম্পর্ক বহুদিনের। তিনি এবং সপ্তর্ষি মিলে শিম্পাঞ্জি বাবুকে দত্তক নেওয়ার সিদ্ধান্তের পর থেকেই তার দেখাশোনার জন্য প্রতিমাসে ন্যূনতম একটা টাকা বরাদ্দ করে রাখেন। এতে বাবুর খাওয়া-দাওয়া ও মেডিকাল চেকআপের কিছুটা খরচ তোলা যায়। ‘বাবু’ হল সবচেয়ে জনপ্রিয় ‘বৃদ্ধ’ শিম্পাঞ্জি যার টানে হাজার-হাজার দর্শক ভিড় জমান কলকাতার আলিপুর চিড়িয়াখানা। বুধবার তার জন্মদিন উপলক্ষে সকাল সকাল চিড়িয়াখানায় ভিড়।সকাল সকাল ফলের ডালি সাজিয়ে কেক কেটে তার জন্মদিন পালন হল আলিপুর চিড়িয়াখানায় (Alipore Zoological Garden) । এমন অভিনব জন্মদিনের আয়োজন দেখে খুশি চিড়িয়াখানার বাকি সদস্যরা।