বিজেপি ছেড়ে এবার কংগ্রেসের ফিরলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রীর পুত্র

Date:

Share post:

কংগ্রেস(Congress) ছেড়ে একটা সময় বিজেপিতে(BJP) যোগ দিয়েছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী শংকর সিং বাঘেলার পুত্র মহেন্দ্র সিং বাঘেলা(Mahendra Singh Vaghela)। নির্বাচনের প্রাক্কালে এবার পুরনো দলে প্রত্যাবর্তন ঘটল তাঁর। বিজেপির বিরুদ্ধে ঘৃণার রাজনীতির অভিযোগ তুলে কংগ্রেসে ফিরলেন তিনি। জানালেন বিজেপিতে যোগ দিলেও কোনদিন স্বস্তিতে ছিলেন না তিনি।

২০১২ সালে গুজরাটের বায়াদ বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছিলেন মহেন্দ্র। পাঁচ বছরের মেয়াদ শেষে ২০১৭ সালের বিধানসভা নির্বাচনের ঠিক আগে হাত শিবির ছেড়ে দেন তিনি। কেবল তিনিই নন, নিজের ৭৭তম জন্মদিনে দল ছাড়ার কথা ঘোষণা করেন তাঁর বাবা প্রবীণ কংগ্রেস বিধায়ক ও গুজরাট বিধানসভার বিরোধী দলনেতা শংকর সিং বাঘেলাও। সব মিলিয়ে ৬ জন কংগ্রেস বিধায়ক দল ছেড়ে দেন নির্বাচনের ঠিক আগেই। ২০১৮ সালে বিজেপিতে যোগদান মহেন্দ্র। তবে মোহভঙ্গ হতে বেশিদিন সময় লাগেনি। ব্যক্তিগত কারণ’ দেখিয়ে মাস তিনেকের মধ্যেই বিজেপি (BJP) থেকে বেরিয়ে গেলেও পুরনো দলে এতদিন ফেরেননি প্রাক্তন বিধায়ক। অবশেষে শতাব্দী প্রাচীন দলে প্রত্যাবর্তন হল তাঁর।

পুরনো দল কংগ্রেসে ফিরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মহেন্দ্র বলেন, “আমি ঘৃণার রাজনীতির বিরুদ্ধে লড়াই করতে চাই। বিজেপিতে গেলেও আমি সেখানে স্বস্তি পাইনি। গত পাঁচ বছরে দলের কোনও অনুষ্ঠান বা বৈঠকেও অনুপস্থিত থেকেছি। এবার কংগ্রেসে ফিরেছি। দলের হয়ে কাজ করব বলে।” তবে কংগ্রেসে ফিরলেও মহেন্দ্র পরিষ্কার করে দিয়েছেন, দল তাঁকে কোনও প্রস্তাব দিয়েছিল এমন নয়। এবং তিনিও দলের কাছে কোনও দাবি করেননি। আপাতত দল যেটুকু কাজ তাঁকে দেবে সেটুকু করেই তিনি এগিয়ে যেতে চান বলে জানাচ্ছেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রীর পুত্র।

spot_img

Related articles

অপপ্রচার বরদাস্ত নয়, পদক্ষেপের পথে ফেডারেশন

আন্তর্জাতিক মে দিবসে টালিগঞ্জ টেকনিশিয়ানস স্টুডিওতে 'ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া'র মেগা বৈঠক। রুটি-রুজির স্বার্থে...

প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেত্রী গিরিজা ব্যাস

প্রয়াত হলেন প্রবীণ কংগ্রেস নেত্রী, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং জাতীয় মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন ড. গিরিজা ব্যাস। গত...

শুক্রবার খুলছে মন্দির! বাংলার ফুলে সেজে উঠল কেদারনাথ

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। সারি সারি গাঁদা ফুলের মালা দিয়ে অপূর্ব সাজে ইতিমধ্যেই সেজে উঠল কেদারনাথ মন্দির।...

কেন্দ্রের শ্রম বিরোধী আইনের বিরুদ্ধে প্রতিবাদ! কলকাতা-হাওড়ায় সমাবেশ, মিছিল

বিজেপির শ্রমিক স্বার্থ বিরোধী আইন মানবেন না শ্রমিকেরা। তাঁরা গর্জে উঠবেন মোদি সরকারের শ্রমিক বিরোধীনীতির বিরুদ্ধে। এভাবেই আন্তর্জাতিক...