গরুমারা জাতীয় উদ্যান পরিদর্শনে গিয়ে আপ্লুত বীরবাহা হাঁসদা

0
3

‘গরুমারা’ জাতীয় উদ্যান পরিদর্শন করলেন তৃণমূল নেত্রী বীরবাহা হাঁসদা। সোমবার জাতীয় উদ্যান পরিদর্শনে গিয়ে তিনটি হস্তি শাবকের নামকরণও করেন তিনি। আর তাতে রীতিমত আপ্লুত হয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের অনুভূতির কথা লেখেন বন প্রতিমন্ত্রী।

আরও পড়ুন:রামমোহন সম্মিলনীর ‘জঙ্গলকন্যা’-র উদ্বোধনে ধামসা মাদলের তালে পা মেলালেন খোদ মন্ত্রী বীরবাহা হাঁসদা

এদিন তৃণমূল বিধায়ক বীরবাহা হাঁসদা লেখেন, “আজ স্বপরিবারে “গরুমারা” জাতীয় উদ্যান পরিদর্শনে গিয়ে তিন হস্তি শাবকের নামকরণ করার সৌভাগ্য হলো। বির ও কৃষ্ণকলি এবং ভীম এখন থেকে এই নামে পরিচিত হবে তিন হস্তি শাবক। এই তিনটি শিশুর প্রতি একটা অদ্ভুত মায়ার টান অনুভব করলাম এবং অনেকটা সময় আজ ওদের সাথে ভাগ করে নিলাম।”