Wednesday, January 14, 2026

প্রয়াত “স্টিল ম্যান অফ ইন্ডিয়া” জামশেদ জে ইরানি, শিল্প মহলে শোকের ছায়া

Date:

Share post:

প্রয়াত “স্টিল ম্যান অফ ইন্ডিয়া”। ৮৬ বছর বয়সে চলে গেলেন ভারতের বিশিষ্ট শিল্পপতি জে জে ইরানি। গতকাল, সোমবার রাত ১০টা নাগাদ জামশেদপুরের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রায় চার দশকের বেশি সময় ধরে টাটা সন্সের একাধিক প্রজেক্ট নিয়ে ব্যবসা করে গিয়েছেন জে জে ইরানি ওরফে জামশেদ জে ইরানি। দেশের শিল্পক্ষেত্রে তাঁকে ইস্পাত মানব বলা হয়। ২০১১ সালে টাটার স্টিল বোর্ডের পদ থেকে পদত্যাগ করেন জে জে ইরানি।

তাঁর মৃত্যুতে টাটা স্টিলের তরফে টুইট করে শোকবার্তায় জানানো বলা হয়েছে, “পদ্মভূষণ জামশেদ জে ইরানির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি ভারতের স্টিল ম্যান হিসেবে পরিচিত ছিলেন। টাটা স্টিল, তাঁর পরিবার এবং প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।”

১৯৬৩ সালের ২ জুন নাগপুরে জন্ম জে জে ইরানির। বিএসসি, এমএসসি পাশ করেছেন তিনি। ব্রিটেন থেকে ধাতুবিদ্যায় পিএইচডিও করেন। ১৯৬৩ সালে ধাতুবিদ্যা নিয়ে গবেষণার কাজ শুরু করেন। প্রথমে বিদেশে ব্রিটিশ আয়রনের হয়ে কাজ করেন ইরানি। তবে দেশের প্রতি তাঁর টান বেশিদিন বিদেশে থাকতে দেয়নি। ১৯৬৮ সালে ভারতে ফিরে দ্য টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানিতে যোগ দেন। এমনকি টিসকোর গবেষণা ও উন্নয়ন বিভাগের দায়িত্বও দক্ষতার সঙ্গে সামলেছেন। এছাড়াও টাটার একাধিক কোম্পানির দায়িত্ব সামলেছেন তিনি।

২০০১ সালে টাটা স্টিলের ডিরেক্টর পদ থেকে অবসর গ্রহণ করেন জে জে ইরানি। তারপর থেকে টাটা গ্রুপের একাধিক কোম্পানির নানা পদে ছিলেন তিনি। ২০০৭ সালে জে জে ইরানিকে ভারত সরকার পদ্মভূষণে ভূষিত করেন। ১৯৯৭ সালে নাইটহুড উপাধি দেওয়া হয় জে জে ইরানিকে। তাঁর মৃত্যুতে দেশের শিল্প মহলে একটি যুগের অবসান হল।

আরও পড়ুন:ফের শুরু হল “দুয়ারে সরকার”, নতুন ৪টি পরিষেবা নিয়ে উৎসাহ তুঙ্গে

 

 

spot_img

Related articles

বেঁচে থেকেও মারা গিয়েছেন ৯৭ জন! অভিষেকের তুলে ধরা ‘ভূতেদের’ তথ্য ফাঁস

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, যেখানেই তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করেছেন, সেখানেই উঠে এসেছেন ‘ভূতেরা’ (dead...

বিজেপির হাজার হাজার মানুষের নাম বাদের ষড়যন্ত্র: কমিশনে নালিশ তৃণমূলের

বাংলায় এসআইআর প্রক্রিয়ার সাম্প্রতিক ধাপে ইআরও থেকে বিএলও স্তরে দ্রুত কাজ শেষের নির্দেশ দিয়েছে সিইও দফতর। আর সেই...

মকরস্নানে ভিড় সাগরে, দক্ষ হাতে গঙ্গাসাগর সামলাচ্ছেন মন্ত্রী অরূপ

বুধবার মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগরে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগমে মুখর হয়ে ওঠে সাগরসঙ্গম। ভোররাত থেকেই শুরু হয় মকরস্নান,...

২-২৩ মার্চ উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যাল পরীক্ষা! কড়া গাইডলাইন সংসদের

উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যাল পরীক্ষার দিনক্ষণ ঘোষণা। উচ্চ মাধ্যমিকের প্রোজেক্ট এবং প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলি নেওয়া হবে ২ মার্চ থেকে ২৩...