Thursday, July 3, 2025

মোরবির সেতু বিপর্যয়ে জনস্বার্থ মামলা দায়ের সুপ্রিম কোর্টে

Date:

Share post:

গুজরাটের মোরবির সেতু বিপর্যয়-কাণ্ড নিয়ে এ বার মামলা গড়াল আদালতেও। বিচারবিভাগীয় তদন্তের দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালত সেই মামলা গ্রহণ করেছে।

মোরবিতে সেতু বিপর্যয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৪১ জনের। আহতও হয়েছেন বহু। মঙ্গলবার মোরবিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই আবহে ওই বিপর্যয় নিয়ে শীর্ষ আদালতে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। তাতে আবেদন করা হয়েছে ওই বিপর্যয়ের কারণ অনুসন্ধান করতে যেন একটি বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়। ওই তদন্ত কমিটি যেন আদালতের তত্ত্বাবধানে কাজ করে, এমন আবেদনও করা হয়েছে। সুপ্রিম কোর্ট ওই মামলাটি শুনতে রাজি হয়েছে।শুনানি হবে আগামী ১৪ নভেম্বর।

মোরবির ব্রিটিশ আমলের ওই সেতুটি সংস্কার করেছিল ওরেভা নামে একটি সংস্থা। ২৬ অক্টোবর সেই সেতু চালু হওয়ার পাঁচ দিনের মাথায় দুর্ঘটনা ঘটে রবিবার। অভিযোগ, সেতুটির স্বাস্থ্যপরীক্ষা না করেই তা খুলে দেওয়া হয়েছিল। সোমবার সংস্কারকারী সংস্থাটির ৯ জন কর্মীকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু এই বিরাট বিপর্যয়ের পিছনে আসল রহস্য কী তা জানতেই শীর্ষ আদালতে দায়ের করা হয়েছে ওই জনস্বার্থ মামলা।

এই ঘটনার তদন্তের জন্য গতকালই ৫ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে তদন্ত শুরু হয়েছিল। এই দুর্ঘটনায় প্রত্য়ক্ষভাবে জড়িত থাকার কারণে ইতিমধ্যেই ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এবার এই ঘটনার জল গড়াল শীর্ষ আদালত (Supreme Court of India ) অবধি।এছাড়াও এই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্য সারাদেশের পুরনো সব সেতু ও স্মৃতিসৌধে ভিড় সামলানোর নিয়ম জারি করার দাবিও জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী বিশাল তিওয়ারি এই জনস্বার্থ মামলা দায়ের করেছেন। প্রধান বিচারপতি ইউ ইউ ললিতের কাছে এই আবেদন গৃহীত হয়েছে।

spot_img

Related articles

কালীঘাটকে ৪-০ হারিয়ে জয়ের রাস্তায় মোহনবাগান

শুরুটা জয় দিয়ে করতে পারেনি মোহনবাগান (Mohunbagan)। তবে ঘুরে দাঁড়াতে খুব একটা বেশি সময় নিল না সবুজ-মেরুন ব্রিগেড।...

ধান উৎপাদনে সর্বকালীন রেকর্ড: শীর্ষস্থান দখলে থাকল বাংলার

২০২৪-২৫ অর্থবর্ষে ধান উৎপাদনে (paddy production) সর্বকালের রেকর্ড গড়ল বাংলা । কৃষি দফতরের চূড়ান্ত পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে মোট...

ভুয়ো বিদেশী ডিগ্রি ব্যবহার! শান্তনুর রেজিস্ট্রেশন ৩ বছরের জন্য সাসপেন্ড রাজ্য মেডিক্যাল কাউন্সিলের

ভুয়ো বিদেশী ডিগ্রি ব্যবহার। শান্তনু সেনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের। বৃহস্পতিবার দোষী সাব্যস্ত শান্তনুর রেজিস্ট্রেশন...

বাংলাদেশের আইন-শৃঙ্খলা তলানিতে! একই পরিবারের ৩ সদস্যকে পিটিয়ে খুন

বাংলাদেশের (Bangladesh) আইন-শৃঙ্খলা (Law and Order) একেবারে তলানিতে ঠেকেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস(Mohammed Yunus) কী করছেন?...