Thursday, December 4, 2025

রাজ্য অর্থ দিচ্ছে, বরাদ্দ দিচ্ছে না কেন্দ্র: যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে সত্য প্রকাশ ব্রাত্যর

Date:

Share post:

রাজ্য সরকার পর্যাপ্ত অর্থই দিচ্ছে। কিন্তু কেন্দ্রীয় সরকার বরাদ্দ টাকা দিচ্ছে না বলেই সমস্যা তৈরি হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) প্রবল আর্থিক সংকট নিয়ে সত্য প্রকাশ্যে আনলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। মঙ্গলবার, ব্রাত্য বলেন, চলতি বছরে রাজ্য সরকার  ২৮ কোটি টাকা দিয়েছে শুধুমাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়কে। রাজ্য সরকারের (Government of west Bengal) সাহায্য ছাড়া বিশ্ববিদ্যালয়ের নিয়মিত পঠন-পাঠন ও গবেষণার যা কাজ চালানো সম্ভব হত না। এরপরেই কেন্দ্রকে নিশানা করে শিক্ষামন্ত্রী বলেন, তাঁদের কাছ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এখনও ৩০ কোটি টাকা পাওনা রয়েছে, যা মেটানো হচ্ছে না বলেই সমস্যা বলে অভিযোগ করেন ব্রাত্য বসু (Bratya basu)।

অর্থ সংকটে ভুগছে রাজ্য তথা দেশের প্রথম সারিতে থাকা যাদবপুর বিশ্ববিদ্যালয়। প্রতিদিনের খরচ চালাতে নাজেহাল হতে হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। শিক্ষামন্ত্রী জানান, এই বিশ্ববিদ্যালয়কে ‘ইনস্টিটিউট ফর এক্সিলেন্স’ হিসেবে গড়ে তুলতে চাইছে রাজ্য সরকার। কিন্তু কেন্দ্রের তরফে কোনও সাড়া না মেলায় সেই পরিকল্পনা এখনও ঝুলে রয়েছে বলে অভিযোগ ব্রাত্যর। এর জন্য প্রয়োজনীয় টাকা চেয়ে রাজ্য একাধিক চিঠিও দিয়েছে কেন্দ্রকে। কিন্তু কেন্দ্রের বিজেপি সরকারের তরফে কোনও সদুত্তর মেলেনি। ব্রাত্যর অভিযোগ, শুধু যাদবপুরই নয়, রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলিরও পাওনা মেটাচ্ছে না কেন্দ্র। ফলে প্রায় সব বিশ্ববিদ্যালয়গুলিই কিছু সমস্যা রয়েছে।

spot_img

Related articles

বৃহস্পতিবার লক্ষাধিক জমায়েত: দলনেত্রীর সম্প্রীতির বার্তা শুনতে অপেক্ষায় বহরমপুর

রাজ্যে এসআইআর পরিস্থিতি ও বিজেপির ক্রমাগত উস্কানির রাজনীতির মধ্যেই জেলা সফরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার...

আর জি কর মামলার তদন্ত শেষ, সমন পাঠানোর নির্দেশ আখতার আলিকে

আর জি কর হাসপাতালের মামলার তদন্ত শেষ হয়েছে বলে বুধবার আলিপুর বিশেষ সিবিআই আদালতকে জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা...

অ্যাপ দিয়ে ফোনে আড়ি পাতা! চাপের মুখে ‘সঞ্চার সাথি’ নিয়ে পিছু হঠল কেন্দ্র

পেগাসাস মামলা এখনও কেন্দ্রের বিজেপি সরকারের পিছু ছাড়েনি। আন্তর্জাতিক সংস্থাগুলির সঙ্গে যোগসাজশ করে ফোনে আড়ি পাতা বা ব্যক্তিগত...

জঘন্য বোলিং- হতশ্রী ফিল্ডিংয়ের যুগলবন্দিতে ম্যাচ হারল ভারত, ঐতিহাসিক জয় বাভুমাদের

আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ না ক্লাব স্তরের খেলা ভারতীয় বোলিং (Indian Bowling) দেখে তা বোঝা দায়। এই বোলারদের নিয়ে...