Saturday, November 8, 2025

হলদিয়ার ৫৪টি কারখানায় আইএনটিটিইউসি ইউনিট হবে: ঋতব্রত

Date:

Share post:

তমলুক সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি-র ডাকে পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় এক্সাইড ইন্ডাস্ট্রিজের গেটে শ্রমিক সভায় নজরকাড়া ভিড়। শুক্রবার শাসকদলের শ্রমিক সংগঠনের এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, আইএনটিটিইউসি-র  রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এইচডিএ-র চেয়ারম্যান জ্যোতির্ময় কর, আইএনটিটিইউসির তমলুক সাংগঠনিক জেলা সভাপতি শিবনাথ কর, আইএনটিটিইউসির তমলুক সাংগঠনিক জেলা সহ সভাপতি আস্ত্বিক চ্যাটার্জি, এক্সসাইডের আইএনটিটিইউসি ইউনিটের যুগ্ম সম্পাদক চন্দ্রনাথ মন্ডল ও সৈয়দ মইনুদ্দিন প্রমুখ।

আইএনটিটিইউসি-র  রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, দাসপ্রথা চালাতে দেব না। মাটি কাটাচ্ছেন, ঘাস কাটাচ্ছেন। সব তথ্য আমাদের কাছে আছে। এখন সতর্ক হন, আর সময় পাবেন না। কলকাতার অফিসে রাজ্যের সমস্ত শ্রমিকদের নিয়ে আন্দোলন হবে। হিটলারের মতো ব্যবহার করছেন। একদিন আপনার অবস্থাও তেমন হবে।

এদিন নন্দীগ্রামের সমাবেশ থেকে ঋতব্রত সাফ জানান, এক্সসাইডের এই COD (চার্টার্ড অফ ডিমান্ড) মানি না। নতুন COD করতে হবে। নিয়োগ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ-এর মাধ্যমে সরকারি নজরদারিতে হবে। কারও কথায় চাকরি হবে না। তিনি আরও বলেন, কারখানার গেটে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে হলদিয়ার ৫৪টি কারখানায় আইএনটিটিইউসি ইউনিট হবে গণতান্ত্রিক পদ্ধতিতে।তিনি স্পষ্ট জানান, গণতান্ত্রিক পদ্ধতিতে  চার্টার্ড অফ ডিমান্ড হবে।

 

 

 

spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...