Monday, August 25, 2025

Entertainment: সুখী দাম্পত্যের ‘কথামৃতে’ রূপঙ্করের আড়ি ভাবের গান !

Date:

Share post:

দাম্পত্য শব্দটার অর্থ খুব একটা সহজ নয়। কিন্তু সহজ ভাবে বাঁচার উপায় লুকিয়ে আছে সাধারণ এই দাম্পত্যের মধ্যেই। মাঝবয়সে পৌঁছে বিবাহিত নারী পুরুষ সম্পর্কে ভাল থাকার শর্ত কি শুধুই ভালবাসা (Pure Love)? এক অসম্পূর্ণ দাম্পত্যের সম্পূর্ণ গল্প বলবে জালান প্রোডাকশনের (Jalan Productions)’কথামৃত'(Kothamrito)। ছবির মূল চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) ও অপরাজিতা আঢ্য (Aparajita Adhya),পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন পরিচালক জিৎ চক্রবর্ত্তী (Jiit Chakraborty)। এই ছবির বুননে ‘কথা’র একটা আলাদা গুরুত্ব আছে। না বলতে পারা কথার আড়ালে আসল অনুভূতিটাই জীবন্ত হয়ে ওঠে গানের ভাষায়। প্রসেন – মৈনাকের (Prasen Mainak)জুটি অনবদ্য গানের সৃষ্টি করেছে ছবিতে, যা মন মাতিয়েছে সিনে প্রেমীদের। রূপঙ্কর আর অন্বেষার গাওয়া একটি গান ইতিমধ্যেই জনপ্রিয়তার শীর্ষ ছুঁয়েছে। এবার সেই গান ফেসবুকে গিটার হাতে গেয়ে শোনালেন জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়ক।

‘থেকেছি ভাবে আড়িতে, ফেলেছি বেলোয়ারীতে, মনের আলমারিতে গন্ধ তোর শাড়িদের’- মনের কথা ঠিক এই ভাবেই অনুভুতির ভাষায় ফুটিয়ে তুলেছেন রূপঙ্কর আর অন্বেষা। এই গান মুক্তি পাওয়ার পর থেকেই মন কেড়েছে নেটিজেনদের। ইতিমধ্যে ছবির অফিসিয়াল ট্রেলারও মুক্তি পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। একজন মূক ও বধির মানুষের চরিত্রে দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায়কে । যিনি একটা ছোট্টো লাল ডাইরিতে লিখে রাখেন নিজের মনের সমস্ত কথাগুলো। সেই ডায়েরির নাম “কথামৃত”। গানের পরতে পরতে মিশেছে চেনা জীবনের গন্ধ। গানের একটি লাইন, ‘ গেল না তোর খুনসুটি, পাঁচিল ধরে চল ছুটি, পাঁচমেশালি বায়না তোর হয়েছে, আজ রোজ রুটিন’ – ইতিমধ্যেই গুনগুন করছেন সুরপ্রেমী মানুষেরা। গায়ক নিজেই বলছেন এই গান তাঁর অন্যতম পছন্দের। আর ঠিক সেই কারণেই গান মুক্তি পাওয়ার পর নিজের স্যোশাল মিডিয়া পেজে তা গেয়ে শুনিয়েছে রূপঙ্কর। ছবি মুক্তি পাবে আগামী ১৮ নভেম্বর ২০২২-এ।

spot_img

Related articles

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...