১০০ দিনের কাজে নথিভুক্তদের জন্য বড় সিদ্ধান্ত ঘোষণা রাজ্য সরকারের

নির্দেশিকায় বলা হয়েছে, ১০০ দিনের কাজে নথিভুক্ত বিভিন্ন অদক্ষ শ্রমিকদের প্রশিক্ষণহীন কর্মচারী হিসেবে বিভিন্ন দফতরের কাজে ব্যবহার করা হবে। কোন বিভাগে কতজনকে কাজে লাগানো হচ্ছে, তা খতিয়ে দেখবেন এক নোডাল অফিসার। পাশাপাশি, নথিভুক্তরা ঠিক সময়ে কাজ পাচ্ছেন কি না, সেটাও দেখবেন তাঁরা।

১০০ দিনের কাজে নথিভুক্তদের জন্য বড় সিদ্ধান্ত ঘোষণা করল রাজ্য সরকার। গত মন্ত্রিসভার বৈঠকে এবিষয়ে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপরেই এবিষয়ে নির্দেশিকা জারি করল নবান্ন (Nabanna)। রাজ্যের মুখ্যসচিবের (Chief Secretary) তরফে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, ১০০ দিনের কাজের জন্য যাঁরা নথিভুক্ত, তাঁদেরকে অন্যান্য রাজ্য সরকারি দফতরে কাজে লাগাতে হবে।

নির্দেশিকায় বলা হয়েছে, ১০০ দিনের কাজে নথিভুক্ত বিভিন্ন অদক্ষ শ্রমিকদের প্রশিক্ষণহীন কর্মচারী হিসেবে বিভিন্ন দফতরের কাজে ব্যবহার করা হবে। কোন বিভাগে কতজনকে কাজে লাগানো হচ্ছে, তা খতিয়ে দেখবেন এক নোডাল অফিসার। পাশাপাশি, নথিভুক্তরা ঠিক সময়ে কাজ পাচ্ছেন কি না, সেটাও দেখবেন তাঁরা।

দীর্ঘদিন করেই ১০০ দিনের প্রকল্পের রাজ্যের প্রাপ্য টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। এনিয়ে বারবার অভিযোগ করেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের কাছে প্রাপ্য অর্থের জন্য একাধিকবার দরবারও করেছে রাজ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকেও এবিষয়টি উত্থাপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু এখন কোনও টাকা পাঠায়নি কেন্দ্র।

এই পরিস্থিতি ১০০ দিনের কাজে নথিভুক্তদের বিভিন্ন রাজ্য সরকারি দফতরের কাজে ব্যবহারের সিদ্ধান্তে নথিভুক্ত শ্রমিকদের কিছুটা সুরাহা হবে বলে আশা।

Previous articleEntertainment: সুখী দাম্পত্যের ‘কথামৃতে’ রূপঙ্করের আড়ি ভাবের গান !
Next articleদলের সঙ্গে জন্মদিন পালন বিরাট কোহলির, ভিডিও পোস্ট বিসিসিআইয়ের