Tuesday, November 11, 2025

২৪ দিন পরেও মেলেনি ক্ষতিপূরণ, KMRCL-র বিরুদ্ধে হবে ফুঁসছে বউবাজার

Date:

Share post:

বিপর্যয়ের পর কেটে গিয়েছে পাক্কা ২৪ দিন। এখনও মেলেনি ক্ষতিপূরণ। মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে বউবাজার। শনিবার দুপুরে ঘরছাড়ারা বিক্ষোভ দেখান।

বিক্ষোভকারীদের অভিযোগ, ১৫ দিনের মধ্যে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছিল KMRCL। কিন্তু ২৪ দিন কেটে গেলেও ক্ষতিপূরণ মেলেনি। তাই কোনও উপায় দেখে রাস্তায় নেমেছেন তাঁরা। বিক্ষোভ চললেও এই নিয়ে কেএমআরসিএল-এর তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গত মাসেই ফের ইস্ট-ওয়েস্ট মেট্রোর (East west Metro) খননের জেরে বউবাজারে ফাটল দেখা যায় বেশ কয়েকটি বাড়িতে। তার জেরেই ছড়ায় আতঙ্ক। ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন বাসিন্দারা। পরে তাঁদের অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। তারপর গৃহহীনদের সমস্যা সমাধানে সব পক্ষ বৈঠকে বসে। মেট্রো, পুলিশ, পুরসভা, রাজ্য সরকার, ও স্থানীয় জনপ্রতিনিধিরা বসে ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিয়ে সিদ্ধান্ত নেন। কিন্তু এখনও অনেক পরিবার নিজেদের বাড়িতে ফিরতে পারেননি। তাঁরা কেউ মেট্রোর ঠিক করে দেওয়া ভাড়া বাড়িতে কেউবা হোটেলে রয়েছেন। এর আগেও আরও দুবার বউবাজারে মেট্রোর কাজের জেরে দুর্ঘটনা ঘটে। পরে মেট্রো কর্তৃপক্ষ জানিয়ে দেয় কেয়কটি বাড়ি আর মেরামত করা সম্ভব নয়, সেগুলিকে নতুন করে তৈরি করে দেওয়া হবে। কিন্তু তৃতীয় বারের বিপর্যয়ে যারা ঘর ছেড়েছেন তাঁদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছিল। কিন্তু ঘটনার ২৪ দিন পরও তাঁরা তা না পাওয়ায় এদিন বিক্ষোভে নামলেন। প্রথম পর্যায়ের ১৪ জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর হাতে প্রথম দফার আর্থিক সাহায্য তুলে দিয়েছে কেএমআরসিএল কর্তৃপক্ষ। কিন্তু বিপর্যয় যেন পিছু ছাড়ছে না বউবাজারের। ক্রস প্যাসেজ বানানোর সময়, ফের ফাটল ধরে একাধিক বাড়িতে। এই অবস্থায় মেট্রোর কাজ শেষ তাড়াতাড়ি শেষ করতে বিকল্প পথ খুঁজছেন কর্তৃপক্ষ। কেএমআরসিএল সূত্রে খবর, বউবাজারে সুড়ঙ্গ নির্মাণ ও ট্র্যাক তৈরির কাজ অনেকটাই হয়ে গেছে। এখন তৈরি হচ্ছিল ক্রস প্যাসেজ। যে ক্রস প্যাসেজ বানাতে গিয়ে, তৃতীয়বার বিপর্যয়ের মুখে পড়ে বউবাজারের কয়েকটি বাড়ি।

আরও পড়ুন- Baghajatin :পার্কিং নিয়ে বচসা, চিকিৎসকের স্ত্রীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগ

 

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...