লক্ষ্য বন সুরক্ষা, শীঘ্রই বন দফতরে দেড় হাজার কর্মী নিয়োগ

দীর্ঘ জটিলতার অবসান, বন রক্ষায় দ্রুত কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য। দীর্ঘদিন ধরে রাজ্য বন দফতরে নানান জটিলতায় আটকে ছিল বন কর্মী নিয়োগের বিষয়টি। বন সুরক্ষায় বিশেষভাবে জোর দিতেই রাজ্য সরকারের এই উদ্যোগ।

বন সুরক্ষাকে গুরুত্ব দিয়ে কাঠপাচার, বন নিরপত্তার দিকটি মাথায় রেখে শীঘ্রই রাজ্য মন্ত্রিসভা প্রায় দেড় হাজার অফিসার ও বনকর্মী নিয়োগ করতে চলেছে। শনিবার বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজাভাতখাওয়া প্রকৃতি বিক্ষণ কেন্দ্রে এক সাংবাদিক সম্মেলনে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন রাজ্যের প্রধান মুখ্য বনপাল সৌমিত্র দাশগুপ্ত। ১৭০জন রেঞ্জ অফিসার, ১৭৫ জন করণিক ও ১০০০ জন বনকর্মী নিয়োগের কথা জানান তিনি। এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে রাজ্যের উত্তর ও দক্ষিণ দুই প্রান্তের বন সুরক্ষা সুনিশ্চিত হবে। বিশেষ করে অন্য রাজ্য থেকে পাচারকারীদের অনুপ্রবেশ রুখতেই কর্মী নিয়োগের ওপর জোর দেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে। নতুন কর্মী নিয়োগে এই সমস্যা মিটতে চলেছে।

আরও পড়ুন- ২৪ দিন পরেও মেলেনি ক্ষতিপূরণ, KMRCL-র বিরুদ্ধে হবে ফুঁসছে বউবাজার

 

Previous article২৪ দিন পরেও মেলেনি ক্ষতিপূরণ, KMRCL-র বিরুদ্ধে হবে ফুঁসছে বউবাজার
Next articleবঙ্গ রঙ্গমঞ্চে উৎসবের সূচনা, মহানগরীতে দেশের সর্ববৃহৎ থিয়েটার প্রতিযোগিতা