১) আজ টি-২০ বিশ্বকাপে জিম্বাবোয়ের মুখোমুখি ভারতীয় দল। এই ম্যাচ জিতে সেমিফাইনালে যেতে মরিয়া রোহিত শর্মা, বিরাট কোহলিরা।

২) কলকাতায় শুরু হয়ে গিয়েছে কাফু ম্যানিয়া। ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক শনিবার মহামেডান মাঠে বল পায়ে নামলেন। ফুটবলের মক্কায় ম্যাচ খেললেন এবং করলেন জোড়া গোল এবং জিতলেন কলকাতার মন।
৩) অবশেষে জল্পনার অবসান। পরের বছর থেকেই আইলিগ বিজয়ী দল খেলার সুযোগ পাবে আইএসএল-এ। এদিন এমনটাই টুইট করে জানিয়েছেন এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে।

৪) শেষ ম্যাচে ডার্বি জয়ের পর এবার মিশন মুম্বই। আজ আইএসএল-এর পরবর্তী ম্যাচে নামছে এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি। অ্যাওয়ে ম্যাচে পুরো পয়েন্ট তুলতে মরিয়া বাগান কোচ জুয়ান ফেরান্দো।

৫) শাহিদ আফ্রিদির মন্তব্যের কড়া জবাব দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি রজার বিনি। বিনি বলেন,” ভারতকে জামাইআদর করছে আইসিসি, এরকম ভাবার কোনও কারণ নেই।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ
