Sunday, November 9, 2025

বিসিসিআই সভাপতি পদ থেকে কেন বাদ সৌরভ? জনস্বার্থ মামলা দায়ের

Date:

Share post:

সৌরভ তিন বছর বোর্ড সভাপতি থাকার পর গত মাসেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রজার বিনি ভারতীয় বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন।

২০১৯ সালে ভারতের প্রাক্তন অধিনায়ক তথা কিংবদন্তি ক্রিকেটার সৌরভ ভারতীয় বোর্ডের সভাপতি হিসাবে দায়িত্ব নেন। তাঁর তিন বছরের মেয়াদ শেষ হওয়ার পরেই তিনি বোর্ড সভাপতি পদে বহাল থাকতে পারবেন কি না, সেই নিয়ে মামলা হয়। সুপ্রিম কোর্ট সৌরভদের পক্ষেই রায়দান করে। স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে সৌরভরা আরও তিন বছর বোর্ডের দায়িত্বে থাকতে পারবেন। সেই রায় অনুযায়ী বোর্ড সচিব পদে জয় শাহ বহাল থাকলেও, সৌরভ আর দায়িত্বে থাকেননি। যদিও ক্ষোভ প্রকাশ করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবি রামপ্রসাদ সরকার।

তিনি বলেন, ‘অ্যাপেক্স কোর্ট আরও তিন বছর, ২০২৫ সাল পর্যন্ত জয় শাহদের বিসিসিআই সচিব পদে বহাল থাকার পক্ষে রায়দান করে। তবে শাহ নিজের পদে বহাল থাকলেও, (সৌরভ) গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হয়। এটা রাজ্যের অপমান। নিঃসন্দেহে ওঁর ছাঁটাইয়ের পিছনে কোনও না কোনও রাজনৈতিক কূটনীতি রয়েছে।’ আগামী মঙ্গলবার, ৮ নভেম্বর কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি হবে বলেই খবর।

সৌরভকে বিসিসিআই সভাপতির পদ থেকে সরানোর পিছনে রাজনৈতিক কূটনীতির তত্ত্ব নতুন কিছু নয়। বহু রাজনীতিক, এমনকী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও এই নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। মাঝে বোর্ডের তরফে সৌরভকে আইসিসি প্রেসিডেন্ট পদের জন্য মনোনীত করা হবে বলেও জল্পনা শোনা গিয়েছিল। তবে এমনটা হয়নি। সিএবির সভাপতি পদে লড়াই করার থেকে নিজেকে বিরতই রাখেন সৌরভ। পরিবর্তে তাঁর দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে সমর্থন করেন তিনি। স্নেহাশিসই বাংলা ক্রিকেটের মসনদেও বসেছেন।

spot_img

Related articles

ইডেনে ব্যাটিংয়ে জোর দিতে চান গম্ভীর! ভাবনায় দুই কিপার

চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। ইডেনের প্রথম ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন...

SIR আতঙ্কে সন্তানকে নিয়ে বিষ খেলেন মা! পরিবারের পাশে তৃণমূল

নির্বাচন কমিশনের ভোটার তালিকায় নাম রয়েছে, না নেই। রাজ্যজুড়ে সাধারণ মানুষের মধ্যে সেই আতঙ্ক ক্রমশ স্পষ্ট। বিহারের উদাহরণ...

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...