ভারতীয়দের কুরুচিকর ভাষায় আক্রমণ গায়ক নোবেলের

সোশ্যাল মিডিয়ায় ভারতীয়দের কুরুচিকর ভাষায় তীব্র আক্রমণ করেন তিনি। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে (ICC)ব্যঙ্গ করে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল লিখে অত্যন্ত বিশ্রী ভাষা প্রয়োগ করেন তিনি। এতেই বিতর্ক তীব্র হয়।

বাংলাদেশের (Bangladesh) গায়ক মইনুল এহসান নোবেলের (Mainul Ahsan Noble)সঙ্গে বিতর্ক যেন লেগেই আছে। রবীন্দ্রনাথকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর এবার ফের ভাইরাল নোবেল (Noble)। সোশ্যাল মিডিয়ায় (Social Media)কুরুচিকর ভাষায় ভারতীয়দের আক্রমণ করেছেন তিনি। এরপরই তৈরি হয় বিতর্ক। চলতি ক্রিকেট বিশ্বকাপে (T20 Mens World Cup) ভারতের কাছে বাংলাদেশের পরাজয়ের পরই বিতর্কিত মন্তব্য করেন নোবেল।

অস্ট্রেলিয়ার চলছে ‘টি ২০ মেনস ওয়ার্ল্ড কাপ ২০২২’। লিগ ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। এটা মেনে নিতে পারেন নি গায়ক মইনুল এহসান নোবেল (Mainul Ahsan Noble)। সোশ্যাল মিডিয়ায় ভারতীয়দের কুরুচিকর ভাষায় তীব্র আক্রমণ করেন তিনি। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে (ICC)ব্যঙ্গ করে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল লিখে অত্যন্ত বিশ্রী ভাষা প্রয়োগ করেন তিনি। এতেই বিতর্ক তীব্র হয়। উল্লেখ্য, জনপ্রিয় বাংলা টেলিভিশন চ্যানেলের রিয়ালিটি শো থেকে মূলত নোবেলের উত্থান। সোশ্যাল মিডিয়ায় অনেকে সেই কথা উল্লেখ করে বাংলাদেশি গায়কের মন্তব্যের প্রেক্ষিতে কমেন্ট করেন। এর জেরেই সমাজমাধ্যমে আবার বিতর্কিত কথা লেখেন নোবেল। তিনি লেখেন ” ভাই দেখ! আমি কোনও ভারত-টারতের পা চাটি নাই। বরং ভারতবাসী আমার পা ধুয়ে পানি খাইসে। টানা ১১ মাস।” আর তাঁর এই কুরুচিকর পোস্ট ঘিরেই রীতিমত শোরগোল পড়ে যায়। বিতর্কিত বাংলাদেশি গায়কের স্পর্ধা নিয়ে সরব হন নেটিজেনরা। চাপের মুখে কয়েকঘণ্টার মধ্যেই পোস্টটি নিজের প্রোফাইল থেকে সরিয়ে নিতে বাধ্য হন নোবেল।