Sunday, November 9, 2025

১৫ নভেম্বর ঝাড়গ্রাম সফরে মুখ্যমন্ত্রী, উদযাপন করবেন বীরসা মুণ্ডার জন্মদিন

Date:

Share post:

কালীপুজো কাটতেই জেলা সফর শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে নদিয়া সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক ও প্রশাসনিক কর্মসূচির পর ১০ নভেম্বর কলকাতায় ফিরবেন তিনি। তারপরই যাবেন ঝাড়গ্রামে।

নবান্ন সূত্রে খবর, সবকিছু ঠিক থাকলে ১৫ নভেম্বর বীরসা মুণ্ডার জন্মদিন উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামে যাবেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী বিনপুর-২ ব্লকের বেলপাহাড়ীতে একটি সভা করবেন। সেই দিনই তিনি ফিরে আসবেন কলকাতায়। মুখ্যমন্ত্রীর ঝাড়গ্রাম ঝটিকা সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে তৎপরতা শুরু হয়েছে।

গতকাল, মঙ্গলবার ছুটির দিন থাকলেও বেশকিছু দফতরের আধিকারিক অফিসে হাজির ছিলেন। নয়াগ্রাম বিধানসভার বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি দুলাল মুর্মু বলেন, মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে তৎপরতা শুরু হয়েছে। জেলা নেতৃত্ব একসঙ্গে বসে পরিকল্পনা করবে। প্রাথমিক স্তরের আলোচনা হয়েছে। বেলপাহাড়ীতে সভা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবছরই মে মাসে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে যোগ দিতে জেলায় এসেছিলেন। সেই বৈঠক থেকে একাধিক উন্নয়নমূলক কাজের খতিয়ান তিনি তুলে ধরেন। পাশাপাশি দলের জেলা নেতৃত্বকে সংগঠন মজবুত করার পরামর্শ দেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এবার বীরসা মুন্ডার জন্মদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বেশ কয়েকটি রাস্তার উদ্বোধন করতে পারেন।

 

spot_img

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...