Monday, November 10, 2025

মাতৃহারা দেবশ্রী রায়, শোকে মুহ্যমান অভিনেত্রী  

Date:

Share post:

প্রয়াত হলেন অভিনেত্রী (Actress) দেবশ্রী রায়ের (Debashree Roy) মা আরতি রায় (Arati Roy)। মঙ্গলবার সন্ধে ৬.৩০ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় (Aging Problems) ভুগছিলেন তিনি। শেষ কয়েক মাস দেবশ্রীর দিদির বাড়িতেই চিকিৎসা (Treatment) চলছিল তাঁর। মঙ্গলবার কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

পরিবার সূত্রে খবর, মঙ্গলবার সন্ধে সাড়ে ৬টা নাগাদ আরতি দেবী শেষ নিঃশ্বাস ত্য়াগ করেন। জীবনের অন্তিম সময়ে পাশে ছিলেন তিন মেয়েই। ছোট থেকেই দেবশ্রীর দক্ষতা আঁচ করে তিনি নাচ, গান অভিনয়ের প্রতি মেয়েকে উৎসাহ জুগিয়েছিলেন। দেবশ্রী নিজেও একাধিকবার জানিয়েছেন, তাঁর অভিনেত্রী হওয়ার নেপথ্যে ছিলেন মা আরতি দেবীই। তবে মায়ের চলে যাওয়ায় একেবারে ভেঙে পড়েছেন মেয়ে দেবশ্রী। তিনি জানান, মা কখন চলে গেলেন বুঝতেই পারিনি। মায়ের জন্যই আজ আমার অভিনেত্রী হয়ে ওঠা। বার্ধক্যজনিত সমস্যা ছাড়া মায়ের শরীরে আর কোনও রোগ ছিল না বলেই জানিয়েছেন অভিনেত্রী।

গত ৯ অগাস্ট বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট পান আরতি দেবী। তারপর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। নৃত্যশিল্পী ছিলেন তিনি। সাঁই নটরাজ ডান্স স্কুল (Sai Nataraj Dance School) নামে একটি নাচের স্কুলও চালাতেন। চলতি বছরেই মায়ের জন্মদিনে (Birthday) নিজের হাতে পায়েস রান্না করে খাইয়েছিলেন দেবশ্রী। অন্যদিকে মুম্বাই থেকে শোকপ্রকাশ করেছেন দেবশ্রীর দিদি তথা অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের (Rani Mukherjee) মা কৃষ্ণা মুখোপাধ্যায় (Krishna Mukherjee)। যদিও শারীরিক সমস্যার কারণে তিনি কলকাতায় আসতে পারেননি বলেই খবর।

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...