Tuesday, August 26, 2025

পাঁশকুড়া সমবায় সমিতির নির্বাচনে ধরাশায়ী গেরুয়া শিবির, সিপিআইএমকে হারিয়ে জয়জয়কার তৃণমূলের

Date:

Share post:

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগেই গেরুয়া শিবিরকে গোহারা হারিয়ে পাঁশকুড়ার রাতুলিয়া সমবায় সমিতির ভোটে জয়ের হাসি হাসল তৃণমূল। পাঁশকুড়ার সমবায় সমিতির নির্বাচনে খাতাই খুলতে পারেনি বিজেপি ও সিপিআইএম। মোট ন’টি আসনের মধ্যে ন’টিতেই আসন পেয়েছে রাজ্যের শাসক দল।

আরও পড়ুন:ফের ধরাশায়ী বিজেপি, আসানসোল ও বনগাঁ উপনির্বাচনে জয় তৃণমূলের

সমবায় নির্বাচন ঘিরে বুধবার দিনভর বেশ টান টান উত্তেজনা ছিল। এক সময়কার সিপিআইএমের অধীনে ছিল রাতুলিয়া। সিপিআইএম জেলা সভাপতি নিরঞ্জন সিহির এলাকা হিসেবে পরিচিত ছিল। এবার সেই এলাকায় সমবায় সমিতির নয়টি আসনের ন’টিতেই জিতল তৃণমূল কংগ্রেস। সব আসনে প্রতিনিধিই দিতে পারেনি রাজ্যের গেরুয়া শিবির। ন’টির মধ্যে ছ’টি আসনে প্রার্থী দিয়েছিল তারা। তবে সিপিআইএম সবগুলি আসনেই তাদের প্রার্থী দিয়েছিল। তবে বুধবার নির্বাচনের ফলপ্রকাশের পর দেখা যায় সব আসনেই জয়ী হয়েছে তৃণমূল। খাতাই খুলতে পারেনি বিজেপি ও সিপিআইএম। সমবায় নির্বাচনে জয়ের পর তৃণমূল সাংগঠনিক জেলা সভাপতি সৌমেন মহাপাত্র বলেন, “সাংগঠনিক জেলায় যেখানেই নির্বাচন হবে, সেখানেই দেখবেন তৃণমূলের জয়জয়কার। পাঁশকুড়াও তার ব্যতিক্রম নয়। এখানে ত্রিমুখী লড়াই হয়েছে। প্রথম স্থানে তৃণমূল। মানুষ এখনও তৃণমূলের পক্ষে রয়েছে।”

প্রসঙ্গত, কয়েকদিন আগেই ভোট হয়েছিল নন্দকুমার ব্লকের চক শিমুলিয়া গ্রাম পঞ্চায়েতে বহরমপুর কো-অপারেটিভ এগ্রিকালচার ক্রেডিট সোসাইটিতে। সেখানে তৃণমূলকে হারাতে জোট বেঁধে ছিল বিজেপি ও সিপিআইএম। এই জোটের মাধ্যমে নন্দকুমারের ক্ষমতা নিজেদের হাতেই রাখে সিপিএম ও বিজেপি।তবে এই রাম-বাম জোট নিয়ে কটাক্ষ করতে ছাড়েন তৃণমূল। সেই নিয়ে রাজ্য রাজনীতিতে তীব্র জলঘোলা হয়েছিল। এবার পাঁশকুড়ার সমবায়ের ভোটে পুরো উল্টো ছবি। সবকটি আসনই নিজেদের দখলে রাখল তৃণমূল।

spot_img

Related articles

দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার...

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...