Thursday, May 8, 2025

চূড়ান্ত অসহযোগিতা করছেন আমলারা, সুপ্রিম কোর্টে মামলা দিল্লি সরকারের

Date:

Share post:

দিল্লিতে আম আদমি পার্টির সরকার(AAP) ও লেফটেন্যান্ট গভর্নরের অন্তর্বর্তী সংঘাত এবার সুপ্রিম কোর্টে পৌঁছল। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল(Arvind Kejriwal) ও উপ রাজ্যপাল বিনয় সাক্সেনার মতবিরোধের মধ্যেই এবার উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া(Manish Sisodia) সুপ্রিম কোর্টে(Supreme court) হলফনামা দায়ের করে আধিকারিকদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুললেন। আদালতে দায়ের করা হলফনামায় উপমুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, আধিকারিকরা ফোন তুলছেন না, গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত থাকছেন না।

বুধবার সুপ্রিম কোর্টে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার দায়ের করা হলফনামায় AAP সরকারের একাধিক সমস্যার বিষয় তুলে ধরা হয়েছে। হলফনামায় বলা হয়েছে, “আধিকারিকরা মিটিংয়ে আসা বন্ধ করে দিয়েছেন, এমনকি আমাদের ফোনও তোলেন না, মন্ত্রীদের নির্দেশ অমান্য করেছেন এবং নির্বাচিত সরকারের সাথে উদাসীন আচরণ করছেন।” হলফনামায় আরো বলা হয়েছে, অফিসিয়াল কোনও বিষয়ে আলোচনা করার জন্য আধিকারিকদের অফিসে দেখা করার মৌখিক অনুরোধে তারা সাড়া দেয় না। উদাহরণস্বরূপ, অর্থ দফতরের মুখ্য আধিকারিক উপ-মুখ্যমন্ত্রী/অর্থমন্ত্রীর ফোন তুলতে বা দফতরে অর্থ বিভাগ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে অস্বীকার করেছেন। সেটাও জানানো হয়েছে এই হলফনামাতে।

সিসোদিয়ার হলফনামা বলেন, এই বছরের শুরুতে লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনার নিয়োগের পর থেকে সমস্যা আরও খারাপ হয়েছে। হলফনামায় বলা হয়েছে, “সরকারি আধিকারিক ও নির্বাচিত সরকারের মধ্যে কোনরকম সহযোগিতা হলেই আধিকারিকদের শাস্তির মুখে পড়তে হচ্ছে। এভাবে সরকারের প্রতি অসন্তোষকে উৎসাহিত করা হচ্ছে।” উল্লেখ্য, ভি কে সাক্সেনা ২০২২ সালের মে মাসে লেফটেন্যান্ট গভর্নর হিসাবে দায়িত্ব নেন, তার পর পর থেকে গভর্নর ও নির্বাচিত সরকারের মধ্যে লাগাতার সংঘর্ষ জারি রয়েছে। দিল্লির পরিষেবাগুলির উপর কার নিয়ন্ত্রণ রয়েছে তা নিয়ে কেন্দ্রের সাথে দিল্লি সরকারের বিরোধের জেরেই শীর্ষ আদালতে দাখিল করা হয়েছে এই হলফনামা।

spot_img

Related articles

আর বোধ হয় ছাড়বে না! অপারেশন সিঁদুর-এর পর পূর্ণমকে নিয়ে উদ্বেগে পরিবার

পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার প্রত্যাঘাতে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটিতে সফল মিসাইল হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী।...

‘অপারেশন সিন্দুর’ নিয়ে আলোচনায় আজ কেন্দ্রের সর্বদল বৈঠক 

পহেলগাম হামলার (Pahelgam Attack) এক পক্ষকালের মাথায় ভারতের প্রত্যাঘাতে খুশি দেশবাসী। সাধারণ মানুষ থেকে শুরু করে বিনোদন জগত,...

রিপোর্টে ‘জল মেশান’ বঙ্গ বিজেপি নেতৃত্ব! তীব্র কটাক্ষ বনসলের, বৈঠকে ডাক না পেলেও ইডেনে দিলীপ 

বাংলার রিপোর্ট দেখেছি ঝকঝকে হয়। আর কোনও রাজ্যের এত ভাল রিপোর্ট নয়। কিন্তু কাজের সময় দেখেছি সাংগঠনিক রিপোর্টে...

বোলিং ব্যর্থতায় ঘরের মাঠেই আশা শেষ নাইট রাইডার্সের

ডেওয়াল্ড ব্রেভিস(Dewald Brevis) এবং শিবম দুবের ইনিংসটাই যেন সব শেষ করে দিল। ৬০ রানে ৫ উইকেট থেকে নাইট...