Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

১) আইএসএল-এ দ্বিতীয় জয় ইস্টবেঙ্গল এফসির। শুক্রবার বেঙ্গালুরু এফসিকে ১-০ গোলে হারাল স্টিফেন কনস্ট‍্যান্টাইনের দল। লাল-হলুদের হয়ে একমাত্র গোল ক্লেইটনের। এই জয়ের ফলে আট নম্বরে উঠে এল লাল-হলুদ ক্লাব।

২) শনিবার আই লিগে অভিযান শুরু করছে মহামেডান স্পোর্টিং। লিগের উদ্বোধনী ম্যাচেই মহামেডানের প্রতিপক্ষ গত দু’বারের আই লিগ চ্যাম্পিয়ন গোকুলাম কেরালা এফসি।

৩) সৈয়দ মুস্তাক আলি ট্রফির কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর এবার বাংলার বিজয় হাজারের যাত্রা শুরু। প্রথম ম্যাচেই মুম্বইয়ের মুখোমুখি। যে দল সদ্য মুস্তাক আলি ট্রফি জিতেছে।

৪) নির্ধারিত সময়ের তিন দিন আগেই কাতার বিশ্বকাপের দল ঘোষণা করে দিল আর্জেন্তিনা। কোচ লিয়োনেল স্কালোনির বেছে নেওয়া দলে সে ভাবে কোনও চমক নেই। মেসির দলে সুযোগ পেয়েছেন পাওলো ডিবালা, ডি মারিয়া।

৫) ফুটবল বিশ্বকাপের জন‍্য দল ঘোষণা করেছে পর্তুগালও। স্বাভাবিক ভাবেই নেতৃত্ব দেবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। অভিজ্ঞ ডিফেন্ডার পেপে-কেও নেওয়া হয়েছে। নতুনদের মধ্যে মাথিয়াস নুনেস এবং পালহিনহা সুযোগ পেয়েছেন।

আরও পড়ুন:বেঙ্গালুরু এফসিকে ১-০ গোলে হারাল ইস্টবেঙ্গল

 

 

Previous articleHimachal Election: শুরু হলো পাহাড়ি রাজ্য দখলের লড়াই, ভোট দেওয়ার আর্জি প্রধানমন্ত্রীর
Next articleBreakfast news: ব্রেকফাস্ট নিউজ