রণতরী থেকে উদ্ধার নৌসেনার র*ক্তাক্ত দেহ, তদন্তে পুলিশ

রণতরী থেকে উদ্ধার হল নৌসেনা আধিকারিকের গুলিবিদ্ধ রক্তাক্ত দেহ।নিজের সার্ভিস রিভালবার দিয়েই ওই আধিকারিক আত্মঘাতী হয়েছেন বলে জানা গিয়েছে। শনিবার মুম্বই হারবারের কাছে ঘটনাটি ঘটেছে।আত্মহত্যা নাকি খুন, তা তদন্ত করে দেখছে পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা দায়ের করেছে কোলাবা থানার পুলিশ।

আরও পড়ুন:আরও শক্তিশালী ভারতীয় নৌসেনা, যাত্রা শুরু দেশে তৈরি প্রথম রণতরী বিক্রান্তের

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম হ্যাপি সিংহ তোমর। আইএনএস চেন্নাই যুদ্ধজাহাজের যান্ত্রিক দিক দেখভাল করতেন। স্ত্রীকে নিয়ে নেভি নগরের সরকারি আবাসনে থাকতেন হ্যাপি। জেজে হাসপাতালে ওই নৌসেনা আধিকারিকের দেহের ময়নাতদন্তের পর তাঁর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
সূত্রের খবর, হ্যাপি সার্ভিস রিভলভার দিয়ে নিজের বুকে গুলি করেছেন বলে সহকর্মীরা দাবি করেছেন। তবে এক পুলিশ আধিকারিক বলেন, ‘‘কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। মৃতের মোবাইল ফোনটি উদ্ধার করে সেটি খতিয়ে দেখা হচ্ছে। জানার চেষ্টা হচ্ছে, ব্যক্তিগত কোনও সমস্যা তিনি মানসিক রোগে ভুগছিলেন কি না।’’

Previous articleকড়া নাড়ছে শীত! তিলোত্তমায় ফের পারদ পতন
Next articleআজ ফের পার্থকে আদালতে পেশ