Thursday, November 6, 2025

উত্তর কলকাতা জেলা যুব তৃণমূলের কার্যালয়ের উদ্বোধনে সুদীপের কাছে কী আর্জি কুণালের?

Date:

Share post:

উত্তর কলকাতা জেলা যুব তৃণমূলের কার্যালয়ে উদ্বোধন হল বুধবার সন্ধেয়। আর উল্টোডাঙায় সেই অনুষ্ঠানে মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল সাংসদ তথা উত্তর কলকাতার জেলা সভাপতি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের (Sudip Banerjee) কাছে একটি কার্যালয়ের আর্জি জানালেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। অনুষ্ঠান মঞ্চ থেকেই উত্তর কলকাতা জেলা যুব তৃণমূলের সভাপতি শান্তিরঞ্জন কুণ্ডুর (Shantirajan Kundu) উদ্যোগের প্রশংসা করেন কুণাল। আর সেই সূত্র ধরেই সুদীপের কাছে এই আর্জি তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদকের।

এদিনের অনুষ্ঠান থেকে কুণাল বলেন, একদিকে রাজ্যজুড়ে উন্নয়নের কাজ করে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অন্যদিকে, দলের বিরুদ্ধে ওঠা যে কোনওরকম কুৎসার জবাব মাথা উঁচু করে দিচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রাজ্যজুড়ে উন্নয়নের কাজ চলছে। বিরোধী বাম-বিজেপি-কংগ্রেসকে নিশানা করে কুণাল বলেন, এমন ভাবে তৃণমূল কংগ্রেসের প্রজন্ম তৈরি হচ্ছে যে আগামী পঞ্চাশ বছর বিরোধীদের বাড়ি বসে থাকতে হবে।

কুণালের কথায় ৯৯শতাংশ কাজ ভালো হচ্ছে। এক শতাংশ ভুল হচ্ছে। সেটাও শুধরে নেওয়া হচ্ছে। এই প্রসঙ্গে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে তৃণমূল মুখপাত্রের বার্তা, এমন কোনও কাজে জড়াবেন না যাতে ওই নব্বই শতাংশ কাজ প্রভাবিত হয়। যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষের উদ্যোগের প্রশংসা করেন কুণাল। আগামী পঞ্চায়েত নির্বাচনে দলের অত্যন্ত ভালো ফল হবে বলে আশাবাদী তৃণমূল মুখপাত্র।

কুণাল বলেন, আগামী দিনে অনেক কাজ রয়েছে। উত্তর কলকাতা জেলা তৃণমূলের জন্যেও একটা কার্যালয়ের আবেদন জানান তিনি। এই বিষয়ে সবাই সহযোগিতা করবেন বলেও জানান কুণাল ঘোষ।

আরও পড়ুন- সামনেই ফুটবল বিশ্বকাপ, চ‍্যাম্পিয়ন দলের হাতে কত উঠছে পুরস্কার মূল‍্য? একনজরে দেখে নেওয়া যাক

spot_img

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...